সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত হিজলি মাঠপাড়া এলাকায় শনিবার সকালে একটি জার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এদিন সকালে এলাকাবাসীরা একটি বাড়ির পিছনে পরিত্যক্ত একটি জার দেখতে পেলে তাদের সন্দেহ হয়। তৎক্ষণাৎ বেলডাঙ্গা থানায় খবর দেন তাঁরা।
আরও পড়ুনঃ সরকারি কাজে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান
দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙা থানার পুলিশ। ওই পরিত্যক্ত জার ভর্তি তাজা বোমা উদ্ধার করেন তাঁরা। এবং সেই বোমা গুলি নিষ্ক্রিয় করবার জন্য মুর্শিদাবাদ জেলা বোম ডিসপোজাল স্কোয়াড-কে খবর দেন। তবে কে বা কারা কি উদ্দেশ্যে ওই বোমাগুলি মজুত করে রেখেছিল তা এখনো স্পষ্ট নয়, পাশাপাশি ওই জারে কতগুলি বোমা রয়েছে তা এখনো জানা যায়নি। সামগ্রিক ঘটনার তদন্ত এরই মধ্যে শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584