বেতনের পয়সার ওজন যখন ২৭৭ কেজি! এমন অবিশ্বাস্য কীর্তি ঘটল যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়

0
80

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

একটি প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীকে বেতনের পুরোটাই দিয়েছেন খুচরো পয়সায়। এতে চরম বিরক্ত হয়েছেন ওই কর্মী। এ নিয়ে আদালতে মামলাও ঠুকে দিয়েছেন।জানা গেছে, কাজ নিয়ে মালিকের সঙ্গে বনিবনা না হওয়ায় কর্মীকে ‘শায়েস্তা’ করতেই এমন কাজ করেছেন প্রতিষ্ঠানের মালিক। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়।

Boss gave salary to employee by pennis

মিরর’-এ প্রকাশিত প্রতিবেদনে এ ব্যাপারে বলা হয়েছে, অ্যান্ড্রিয়াজ ফ্লেটেন নামে একজন মেকানিকের সঙ্গে তার প্রতিষ্ঠানের মালিকের সম্পর্ক এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে, অ্যান্ড্রিয়াজ কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এজন্য মালিককে তার বেতনের পুরো টাকা চুকিয়ে দিতে বলেন। মালিক সেই প্রস্তাবে রাজিও হয়ে যান। তবে অ্যান্ড্রিয়াজকে শায়েস্তা করার জন্য ৯১৫ মার্কিন ডলারের পুরোটাই কয়েন এবং খুচরো পয়সায় দেন। যার ওজন ২৭৭ কেজি!

বস্তায় ভরে সেই টাকা দেওয়া হয় অ্যান্ড্রিয়াজকে। সেই টাকা গুনতে তার প্রায় সাত ঘণ্টা সময় লেগেছে বলে অভিযোগ তুলেছেন অ্যান্ড্রিয়াজ। শুধু তাই নয়, তার বেতনের পুরো টাকাটাও দেননি মালিক।

Boss gave salary by pennis

আরও পড়ুনঃ দিল্লিতে জারি নয়া নির্দেশ, জরুরী পরিষেবা ছাড়া বেসরকারি অফিসে ওয়ার্ক ফ্রম হোম, বন্ধ বার-রেস্তোরাঁ

বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অ্যান্ড্রিয়াজ। তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এমনকি যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের কাছে বিষয়টি অবগত করেন তিনি। শ্রম দপ্তর বিষয়টি নিয়ে আদালতে যায়। এরপরই মাইলস ওয়াকার নামে ওই মালিকের বিরুদ্ধে প্রশাসনকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে কর্মীকে হেনস্থা, শ্রম আইন ভঙ্গ-সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here