পিয়ালী দাস,বীরভূমঃ
‘প্লাস্টিক’ নিয়ে গোটা বিশ্ব চিন্তিত।‘প্লাস্টিক’ বা প্লাস্টিক জাতীয় জিনিস সমাজের পরিবেশকে যেমন নষ্ট করছে,পাশাপাশি এই প্লাস্টিক মাটিকেও সমানভাবে দূষিত করছে।যার নিট ফল,সেই ধ্বংসাত্বক পদার্থকে সমূলে বিনষ্ট না করলে আগামীদিনে এই পদার্থ-ই বিশ্ব পরিবেশকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেবে।তাই বিশ্বে পরিবেশের ভারসাম্যকে রক্ষা করতে গেলে প্রয়োজন প্লাস্টিকের অবলুপ্তি।সেই ‘প্লাস্টিক’-কে নিয়েই এবার পুজোর থিম করেছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ উপনগরী অফিসার্স ক্লাব।
এখানে ‘প্লাস্টিক’অসুর।যার নিধন করছেন‘মা দুর্গা’।সেই চিন্তাভাবনা থেকেই এবারের দুর্গা পুজোর থিম করেছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ উপনগরী অফিসার্স ক্লাব।ক্লাবের সম্পাদক সোমনাথ বন্দোপাধ্যায় বলেন, “বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র সারাবছর ধরেই প্লাস্টিক দূষণ-কে কেন্দ্র করে বিভিন্ন জনসচেতনার কথা বিভিন্নভাবে প্রচার করছে।এমনকি এই উপনগরীতে প্লাস্টিকের ব্যবহার সম্পুর্ণভাবে বন্ধ করার চেষ্টা হচ্ছে।অনেকক্ষেত্রে তা বন্ধও করে দেওয়া হয়েছে।এই বছর এই পুজো সাত বছরে পড়ল।তাই এবার আমাদের পুজোর থিম ‘প্লাস্টিক দূষণ’-কে সামনে রেখে করা হয়েছে।কারণ এখনই যদি প্লাস্টিক বন্ধ না করা হয় তাহলে আগামীদিনে প্লাস্টিক আমাদের জীবন বৈচিত্রের আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে।
বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র গোটা বছর প্লাস্টিক দূষণ-কে কেন্দ্র করে নানান প্রতিযোগিতা মূলক কাজ করে যাচ্ছেন।সেই চিন্তাভাবনা থেকেই এবারের দুর্গাপুজোর থিম ‘প্লাস্টিক’।‘মা দুর্গা’ ও তার পরিবার এখানে ‘সবুজ’ অর্থাৎ ‘উদ্ভিদ’।সেই সবুজ গাছ-ই হচ্ছে ‘মা দুর্গা’ থেকে শুরু তার সন্তানরা।আর ‘প্লাস্টিক’ হচ্ছে এখানে ‘অসুর’।সেই ‘অসুর’ অর্থাৎ ‘প্লাস্টিক’ বিশ্বের সমস্ত সবুজকে ধ্বংসের মুখে ফেলে দিতে চলেছে।তাই প্লাস্টিক রুপী অসুরকে ধ্বংস করতে পারে একমাত্র মা দূর্গা।”
আরও পড়ুনঃ মেচ সম্প্রদায়ের দূর্গা পূজা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584