নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
সোনামুখীর বিক্ষুব্ধ তৃণমূল নেতা ব্রজ অধিকারীকে ধর্ষনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে পুলিশের গ্রেফতার করার ঘটনায় জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার রাতে সপরিবারে বেঙ্গালুরু থেকে চিকিৎসা করিয়ে সোনামুখী ফেরার পথে বিষ্ণুপুর স্টেশনে এসডিপিও সুকোমল কান্তি দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।এদিকে,এই গ্রেফতারের ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে ষড়যন্ত্রের আঙ্গুল তুলেছেন একদা সোনামুখীর দাপুটে তৃণমূল নেতা ব্রজ অধিকারী।
তার অভিযোগ তিনি এলাকায় সংঘ পরিবারের মিছিলে হেঁটেছেন।মেদিনীপুরে নরেন্দ্র মোদীর সভায় যোগ দিয়েছিলেন।সেই থেকেই তিনি শাসক দলের কাছে টার্গেট হয়ে গিয়েছিল।তাই তৃণমূল রাজ্য নেতৃত্বের অঙ্গুলী হেলনে খোদ এসডিপিও তাকে গ্রেফতার করে।তার দাবী,আসলে গত পঞ্চায়েতের ভোটে এসডিপিও প্রার্থী পদের টিকিট বিলি করার ঘটনার প্রতিবাদ করায় তিনি কোপে পড়েছেন।
যদিও শাসক দল ও সরকারী উকিলের পাল্টা দাবী নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।কোন রাজনীতির যোগ নেই।
প্রসঙ্গত,সোনামুখীতে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে সংগঠন সামলেছেন ব্রজ বাবু। এখনও পর্যন্ত খাতায় কলমে তিনি তৃণমূল না ছাড়লেও গত পঞ্চায়েত ভোট থেকে তৃণমূলের সাথে তার দূরত্ব তৈরি হয় এবং তিনি যে তার অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার ছক কষেছেন তা শাসক দল টের পায়।সেই ছক বানচাল করতেই এই গ্রেফতারী বলে জেলার রাজনৈতিক মহল মনে করছে।প্রসঙ্গত, সোনামুখীর করঞ্জকুলা গ্রামের জাইরুল বিবি নামে এক মহিলা গত ১৭ জুন ব্রজ অধিকারী ও বাবর আলি খানের নামে থানায় ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় নি। এবং সেই মামলার জের টেনে ফের ওই মহিলা গত ১৬ অক্টোবর ইন্দাসে ফেরার পথে ভগবানপুর মোড়ে ফের ব্রজবাবুর বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ তোলেন।গত বৃহস্পতিবার সোনামুখী থানায় এই ঘটনার উল্লেখ করে অভিযোগ দায়ের করে।পুলিশের দাবী,সেই অভিযোগের ভিত্তিতেই ব্রজ অধিকারীকে গ্রেফতার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584