স্পোর্টস ডেস্কঃ
নান্দনিকতা, স্কিল, আক্রমণ- সবের মিশেলে দূর্দান্ত খেলেও ফিনিশিং এর অভাবে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
আক্রমনাত্মক ও নান্দনিক ফুটবল দিয়ে শুরু করেও ১৩ মিনিটে আত্মঘাতী গোল খায় ব্রাজিল। পিছিয়ে পড়ে গোল শোধ করার মরিয়া প্রচেষ্টা উল্টে তাদের আর এক গোল হজম করার কারণ হয়ে দাঁড়ায়। ম্যাচের ৩১ মিনিটে লুকাকুর পাশে কেভিন দে ব্রুইনের গোলে স্কোর লাইন ২-০ করে বেলজিয়াম। হাফ টাইম পর্যন্ত এখানেই শেষ।
বিরতির পর ঝাঁপিয়ে পড়ে ব্রাজিল। ম্যাচের ৭৬ তম মিনিটে দূর্দান্ত হেডে গোল পান অগাস্টো রেনোতো। এই গোলে লড়াইয়ে ফেরার সুযোগ পায় ব্রাজিল।
কিন্তু মনে হয় ভাগ্য আজ তাদের সাথে ছিলনা। তাই একাধিক সুযোগ পেয়েও ফিনিশিং-এর অভাবে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। ঠিক যেন ‘খেলল ব্রাজিল, জিতল বেলজিয়াম’ টাইপের চিত্রনাট্য। বিদায় ব্রাজিল!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584