বাগদেবীর আরাধনায় থিমের টক্কর বর্ধমানে

0
60

সুদীপ পাল, বর্ধমানঃ

বসন্ত পঞ্চমীর সরস্বতী পুজোয় মেতেছে বর্ধমান। এই পুজোকে কেন্দ্র করে থিমের টক্কর রয়েছে কিন্তু পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও ফুটে উঠছে পুজো আয়োজকদের মধ্যে। বর্ধমানের রামকৃষ্ণ মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আজ সরস্বতী পুজো হচ্ছে। এর পাশাপাশি বর্ধমান ১ ব্লকের কালীগ্রাম হাটতলা বিদ্যুৎ সংঘ ৪৫ ফুটের সরস্বতী প্রতিমা করেছে। মেমারি সুভাষ সংঘের এবারের পুজোর থিম দ্বিশতবর্ষে মা সরস্বতীর বরপুত্র ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

নিজস্ব চিত্র

বর্ধমান মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা সরস্বতী পূজা উপলক্ষে দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন। বিদ্যার্থীভবন গার্লস হাইস্কুলে এলাকার পিছিয়ে পড়া শিশুদের হাতে খড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়। বর্ধমানের বাসিন্দা অসিত ঘোষ বলেন, সরস্বতী পুজো করে বর্ধমান জেলায় পুজো আয়োজকরা সামাজিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধা রেখে যে কর্তব্য পালন করছেন সেটিও নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here