চলমান সিঁড়ির অপেক্ষায় বর্ধমান স্টেশন

0
148

সুদীপ পাল, বর্ধমানঃ

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে।  অবশেষে যাত্রী সুবিধার্থে বর্ধমান স্টেশনে বসতে চলেছে এক্সকেলেটর বা চলমান সিঁড়ি। প্রথম ধাপে ৪ ও ৫ প্ল্যাটফর্মে, দ্বিতীয় ধাপে ৬ ও ৭ নং প্ল্যাটফর্মে এবং তৃতীয় পর্যায়ে ২ ও ৩ নং প্ল্যাটফর্মে কেবলমাত্র ওঠার জন্য এই চলমান সিঁড়ি চালু করা হবে বলে জানা যায়। হাওড়া ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ন স্টেশন বর্ধমান। প্রতিদিন প্রায় ৪০০ ট্রেন যাতায়াত করে। গড়ে প্রতিদিন ১ লক্ষ যাত্রী যাতায়াত করে এবং প্রতিদিন গড়ে ৪৯ হাজার টিকিট বিক্রি হয়। তারপরেও চলমান সিঁড়ি না থাকা নিয়ে যাত্রীদের সমস্যায় পড়তে হত। যেহেতু এখান থেকে একদিকে হাওড়ার মেন ও কর্ড শাখার ট্রেন পাওয়া যায় অন্যদিকে রামপুরহাট, কাটোয়া ও আসানসোলের ট্রেন রয়েছে তাই এই জংশন স্টেশনটিতে সবসময়ই যাত্রী পরিপূর্ণ থাকে অথচ যাত্রী স্বাচ্ছন্দ্যবোধের কথা কেন ভাবা হয় না তা নিয়ে বারেবারে উঠেছে অভিযোগ। বর্ধমান মেডিকেল কলেজ থেকে শুরু করে স্থানীয় হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে দেখাতে প্রচুর রোগী আসেন কিন্তু চলমান সিঁড়ি না থাকায় অনেকেই বিড়ম্বনায় পড়েন। সম্প্রতি বর্ধমান স্টেশনকে ‘এ’ ক্লাস স্টেশন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান বর্ধমান স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী। তিনি বলেন, প্রথম ধাপে কেবলমাত্র ওঠার জন্যই এই ব্যাবস্থা চালু হবে। ১নং প্ল্যাটফর্মের বাইরে এই চলমান সিঁড়ি বসানো হবে।

যন্ত্রপাতি

প্রয়োজনীয় যন্ত্রপাতিও চলে এসেছে। চলমান সিঁড়ি চালু হলে সাধারণ মানুষ থেকে বয়স্ক, অসুস্থ যাত্রী সবার সুবিধা হবে বলে মনে করছে ট্রেনযাত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here