নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সাতসকালে ময়দানের কাছে বাস দুর্ঘটনা। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা। তবে চালক সহ বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন।
জানা গিয়েছে, আচমকাই বাসের দরজা খুলে রাস্তায় ছিটকে পড়েন চালক। এর ফলেই বাসটি নিয়ন্ত্রণ হারায় ও রাস্তার ধারের একটি গাছের গুঁড়িতে গিয়ে ধাক্কা মারে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘটে আজ রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল একজনের, আহত দুই
দুর্ঘটনাগ্রস্থ যাত্রীবোঝাই ওই সরকারি বাসটি হাওড়া থেকে হরিদেবপুর যাচ্ছিল বলে জানা যায়। সেই সময় চালকের আসনের দিকের দরজাটি হঠাৎই খুলে যায় এবং চালক ছিটকে রাস্তায় পড়ে যান। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যাত্রীরা তেমন কোনো গুরুতর চোট পাননি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584