কালনায় বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সুবিধার্থে সরঞ্জাম বিতরণ

0
60

শ্যামল রায়, কালনাঃ

বুধবার মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা জানিয়েছেন যে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সুবিধার্থে সরঞ্জাম বিতরণ করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে ফেব্রুয়ারির ২০ তারিখে কালনায় একটি বিশেষ ক্যাম্প হবে।

Disabled Students | newsfront.co
পড়ুয়াদের সরঞ্জাম বিতরণ। নিজস্ব চিত্র

সর্বশিক্ষা মিশণের উদ্যোগে চলা এই ক্যাম্পে কলকাতার এলিমকোর পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হবে ট্রাই সাইকেল, হুইল চেয়ার, ওয়াকিং স্টিক ও হিয়ারিং এডের মতো কিছু গুরুত্বপূর্ণ জিনিস।

আরও পড়ুনঃ জেলা পুলিশের উদ্যোগে স্বয়ংসিদ্ধা সম্মেলনী অনুষ্ঠান

আশা করা হচ্ছে, এই জিনিসগুলি তাদের পথ চলা থেকে কথা বলা ও কানে শোনার পক্ষে সহায়ক হবে। ছাত্রছাত্রীদের মধ্যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তালিকাভুক্ত, তাদের পরিবারের আয় সংক্রান্ত তথ্যাদির প্রমাণ হিসাবে দরকার শংসাপত্র। এই শংসাপত্র পেতে যাতে কোনও অসুবিধা না হয়, তাই মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা নিজেই পৌঁছে যাচ্ছেন ভিন্ন-ভিন্ন এলাকায়।

বুধবার মন্তেশ্বরের চক্রসম্পদ কেন্দ্রের ১ নম্বর অফিসে বিধায়ক নিজেই চলে আসেন ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে সাথে সাথেই শংসাপত্র তুলে দেন। এই বিষয়ে বিধায়ক সৈকত পাঁজা বলেন, ‘বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের যাতে শংসাপত্র পেতে কোনও অসুবিধা না হয়, সেই কথা ভেবে বিভিন্ন এলাকায় আমি নিজেই যাচ্ছি ও খোঁজখবর নিয়ে দেখছি যাতে তারা সহজেই শংসাপত্র হাতে পায়।’

তিনি আরও বলেন, ‘এর ফলে তাদের চলার পথের সরঞ্জামগুলো পেতে যেমন সুবিধা হবে, তেমনই জীবনের প্রতিকূলতাকে কাটিয়ে আরও পাঁচজন সাধারণ মানুষের মতো তারা পড়াশোনা ও চলাফেরা করতে পারবে।’

এদিন উপস্থিত শিক্ষা কর্মাধ্যক্ষ শুভাশীষ ভট্টাচার্য বলেন, ‘আইসিডিএস থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা যাতে সহজেই শংসাপত্র পায়, তাই বিধায়ক নিজেই অন স্পটে পৌঁছে শংসাপত্র তুলে দিচ্ছেন।এতে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরাও ভীষণ খুশি।’

বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অবর বিদ্যালয় পরিদর্শক উজ্বল রায়, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শুভাশীষ ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ সুব্রত মুখোপাধ্যায়, স্পেশাল এডুকেটর-সহ অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here