পিয়ালী দাস,বীরভূমঃ
কখনো হুড খোলা জিপ, কখনো টোটো, কখনো পায়ে হেঁটে, এই ভাবেই আজ দুবরাজপুর বিধানসভায় চিনপাই এলাকায় প্রচার সারলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়।আর প্রার্থীকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ খারাপ আবহাওয়াকে উপেক্ষা করে রাস্তায় নেমে আসে।
প্রায় দু’ঘণ্টা ধরে চিনপাই অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি।প্রচার শেষে একটি পথসভা ও করেন।সেখানে তিনি পরিষ্কারভাবে গত ১০ বছরের তার সাংসদ ও তার প্রাপ্য টাকার হিসেব দিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।এক একটি উন্নয়নের কথা তিনি বলছেন আর জনতার হাততালিতে চাপা পড়ে যাচ্ছে মেঘের গর্জন। তিনি বলেন, “বিরোধীরা অভিযোগ করে গত ১০ বছরে নাকি আমাকে আমার লোকসভা কেন্দ্রে কোথাও দেখতে পাওয়া যায়নি।” সাধারণ মানুষের কাছে শতাব্দী রায় এই প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান সত্যিই কি তাকে কখনো কোন দিন কোন মানুষ দেখতে পাইনি এলাকায়, সভায় উপস্থিত চিনপাই এলাকার বাসিন্দারা কলরব তুলে এক বাক্যে বলেন ১০ বছরে সাংসদ শতাব্দী রায় কে যেভাবে আপদে বিপদে পাশে পেয়েছেন। চিনপাই এর বাসিন্দা তুলসী চক্রবর্তী জানান, “যখন যেভাবে আমরা সংসদের কাছে এলাকার উন্নয়নের দাবি জানিয়েছিলাম তখন ঠিক সেই ভাবেই আমরা শতাব্দী রায় কে পাশে পেয়েছি, কখনো তিনি বিরক্ত হয়ে বলেননি এ কাজটা পারবো না ও কাজটা হবেনা,সে জলের সমস্যা হোক, রাস্তার কাজ হোক, ড্রেনের কাজ হোক অথবা অন্ধকার থেকে মুক্তি পেতে পথ বাতির দাবি হোক না কেন,সব কাজই তিনি সময় মত করে দিয়েছেন।”
আরও পড়ুনঃ শেষ মূহুর্তের প্রচারে কথা দিয়েও এলেন না দেব,বিজয় উৎসব আনার প্রতিশ্রুতি প্রার্থীর
ভোট প্রচারে এসে জনতার ভালবাসা পেয়ে খুশি প্রার্থী তবে সেটা কতটা ইভিএম মুখী হয় সেটা গণনার দিন প্রমান পাওয়া যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584