নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রামপুরহাটের বগটুই গ্রামের নারকীয় হত্য়াকান্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সংবাদ মাধ্যম সূত্রের খবর, আদালতের নির্দেশের পরেই তৎপর হয়েছে সিবিআই।
সংবাদমাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পর বগটুই হত্যাকান্ড নিয়ে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে প্রথমবার বৈঠকে বসেছেন সিবিআই আধিকারিকরা। এই বৈঠকে উপস্থিত রয়েছে সিবিআইয়ের বিশেষ ক্রাইম ব্রাঞ্চ। সিবিআই সূত্র মারফত জানা গিয়েছে, জয়েন্ট ডিরেক্টর পদ মর্যাদার আধিকারিকের নেতৃত্ব তদন্তে নামতে চলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
হাইকোর্টের নির্দেশের পরে আজই বীরভূম যান কেন্দ্রীয় ফরেন্সিক দল। আগামিকাল অর্থাৎ শনিবারই বীরভূমে যেতে পারেন সিবিআইয়ের এই বিশেষ তদন্তকারী দল, এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে। হাইকোর্টের অর্ডার হাতে পাওয়ার পরই সিটের সঙ্গে যোগাযোগ করা হয় সিবিআইয়ের তরফে। বগটুই হত্য়াকান্ডের এফআইআর-এর কপি সিট-এর কাছ থেকে চেয়ে পাঠিয়েছে সিবিআই।
আরও পড়ুনঃ মৃত্যুতেও ধর্মের রাজনীতি! বাংলার মানুষকে বন্দুক দিন অমিত শাহ, দাবি বিজেপি বিধায়কের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584