নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে দীর্ঘদিন লকডাউন জারি থাকলেও এর মাঝেই শুরু হয়েছে আনলক পর্ব। তবুও করোনার দাপট অব্যাহত। দেশে এখনও প্রভাব বিস্তার করে চলেছে এই ভাইরাস। প্রেক্ষাপট বিবেচনা করেই পিছিয়ে গেল জনগণনা ও জাতীয় জনসংখ্যা রেজিস্টার আপডেটের কাজ।
প্রসঙ্গত, ভারতীয় জনগণনা পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের বৃহত্তম অনুশীলনগুলির মধ্যে একটি। যেখানে দেশের প্রতিটি এলাকায় প্রতি পরিবারকে এই হিসেবেই নিয়ে আসা হয়। এই কাজটির সঙ্গে প্রায় ৩০ লক্ষ কর্মী নিযুক্ত থাকেন। সংবাদসংস্থা পিটিআইকে সরকারি এক আধিকারিক বলেন, “এই মুহুর্তে জনগণনা গুরুত্বপূর্ণ কাজ নয়। যদি এক বছর পিছিয়েও যায় সেখানে বড় কোনও ক্ষতি হবে না।”
আরও পড়ুনঃ বিশ্বজুড়ে শিক্ষাক্ষেত্রে ‘জরুরি অবস্থা’ তৈরি হয়েছেঃ ইউনিসেফ
আধিকারিক এও বলেন যে, এই জনগণনা এবং এনপিআরের প্রথম ধাপ কবে হবে সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে করোনা ভাইরাসের দাপটে যে ২০২০ সালে এই কাজ সম্ভব নয় এটা প্রায় নিশ্চিত। পয়লা এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল এই সেনসাস ও এনপিআর-এর কাজ।
সেপ্টেম্বরের শেষ অবধি হওয়ার কথা ছিল এই দুই দেশব্যাপী প্রকল্প। করোনার প্রকোপ কমলে তবেই ফের সরকার বিচার বিবেচনা করে দেখবে কবে শুরু হবে সেনসাস ও এনপিআর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584