নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
অবসরপ্রাপ্ত সরকারি আমলার পুনর্নিয়োগ নিয়ে নয়া নির্দেশ জারি করল ভিজিল্যান্স কমিশন।এখন থেকে কোনো অবসরপ্রাপ্ত সরকারি অফিসারকে সরকারি কোনো কাজে নতুন করে নিয়োগ করতে হলে ভিজিল্যান্স ছাড়পত্র বাধ্যতমূলক। এতদিন এক্ষেত্রে কেন্দ্রের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এবার থেকে অবসরের পর পুনর্নিয়োগে ভিজিল্যান্সের ছাড়পত্র আব্যশিক।
এছাড়া অবসর গ্রহণের পর ১ বছর ‘কুলিং অফ পিরিয়ড’ও বাধ্যতমূলক করা হয়েছে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, অবসরগ্রহণের আগে ১০ বছর যে সংস্থায় যে কর্তার অধীনে ওই কর্মী কাজ করেছেন, ওই সমস্ত ছাড়পত্রও লাগবে ।
আরও পড়ুনঃ কেন্দ্রের পাল্টা রাজ্য! এবার ভ্যাকসিন সার্টিফিকেটে থাকবে মুখ্যমন্ত্রী মমতার ছবি
এখন প্রশ্ন, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার? রাজ্যের অবসরপ্রাপ্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্যের দড়ি টানাটানিতে বড়সড় ধাক্কা খেয়েছে মোদী সরকার। আর এই প্রসঙ্গেই সিদ্ধান্ত, মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ বকেয়া এমপি ল্যাডের টাকা ছাড়তে বাধ্য হল কেন্দ্র সরকার
উল্লেখ্য, গত সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্য উপদেষ্টা পদে পুনর্নিয়োগ করেছেন। আর তার ৩ দিন পরই জারি হল এই নতুন নির্দেশিকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584