মুর্শিদাবাদে দায়িত্ব বৃদ্ধি সুব্রত সৌমিকের, সভাপতি আবু তাহের খান

0
1823

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদে নতুনভাবে দায়িত্বভার পেলেন জেলা চেয়ারম্যান হিসেবে সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহা ৷

Subrata Saha | newsfront.co
সুব্রত সাহা

জেলার ৪জনকে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হল । সাংসদ খলিলুর রহমান, অরিত মজুমদার, অশোক দাস ,সৌমিক হোসেন।

Khalilur rahaman | newsfront.co
খলিলুর রহমান

খলিলুর রহমানের দায়িত্বে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা, সুতি, জঙ্গিপুর ,রঘুনাথগঞ্জ, লালগোলা, নবগ্রাম, খরগ্রাম, জলঙ্গি।

Arit Majumdar | newsfront.co
অরিত মজুমদার

অরিত মজুমদারের দায়িত্বে বড়ঞা, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর ,নওদা।

Ashok Das | newsfront.co
অশোক দাস

অশোক দাসের দায়িত্বে মুর্শিদাবাদ ,হরিহরপাড়া, ভরতপুর, ডোমকল, কান্দি।

Soumik Hosen | newsfront.co
সৌমিক হোসেন

সৌমিক হোসেনের দায়িত্বে সাগর দিঘি, সামশেরগঞ্জ, ভগবানগোলা, রানীনগর প্রভৃতি।

Imtayaj kabir | newsfront.co
ইমতিয়াজ কোবির

মুর্শিদাবাদ জেলায় যুব তৃণমূলের জেলা সভাপতি হলেন পেশায় আইনজীবী ইমতিয়াজ কোবির।

Abu Taher Khan | newsfront.co
আবু তাহের খান

মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্বে থাকবেন সাংসদ আবু তাহের খান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here