লকডাউনের মধ্যেই এভারেস্টের চূড়ায় চিনের পর্বতারোহী দল

0
76

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

একদিকে যখন উত্তপ্ত ভারত-চীন সীমান্ত। অন্যদিকে তখন এভারেস্টের চূড়ায় পা রাখল চিনের পর্বতারোহীর একটি দল। করোনা মোকাবিলায় দেশ দেশে চলছে লকডাউন। সমগ্র বিশ্বের অধিকাংশ দেশই করোনা সংক্রমণ রুখতে লকডাউনের পথ বেছে নিয়েছে। এরই মধ্যে এভারেস্টের শীর্ষে পৌঁছাল চিনে এই পর্বতারোহীর ওই দল।

Everest | newsfront.co
শীর্ষ আরোহন। ছবিঃ yicai

চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকালে এভারেস্টের নর্থ কল দিয়ে তারা শৃঙ্গ সামিট করেছেন। এমাসের গোড়া থেকেই শুরু হয়েছিল অভিযান। মঙ্গলবার সে অভিযানের প্রথম দফায় শৃঙ্গ পর্যন্ত পৌঁছে রুট ওপেন করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিশ্বজুড়ে বাতিল হয়েছে এভারেস্ট অভিযান। তবে দেশ-বিদেশের অভিযাত্রীদের এবছরের জন্য বন্ধ হলেও, চিন সরকারের এই দলটি অভিযান শুরু করেছিল এ মাসের শুরুতেই। চিনের এই এভারেস্ট অভিযানের পোশাকি নাম মাউন্ট চোমোলাংমা। চিনের মোবাইল হংকং এবং হুয়াইও এর পক্ষ থেকে এভারেস্ট বেস ক্যাম্পের চীনের অংশে বসানো হয়েছে এই ৫জি বেসস্টেশন।

আরও পড়ুনঃ গারি গুনশা বিমানঘাঁটিতে নির্মান কাজ চালাচ্ছে চিন, রয়েছে যুদ্ধবিমানও

সূত্রের খবর, শৃঙ্গের উচ্চতা মাপা, প্রাকৃতিক সম্পদ, জলবায়ু পরিবর্তনের যেকোনো সম্ভাব্য প্রভাব ইত্যাদি পর্যবেক্ষণ করতেই বিশ্বের উচতম এই শৃঙ্গ অভিযান করছেন চিনের পর্বতারোহীরা। কয়েক দিন আগেও একবার সামিট করার চেষ্টা করেছিলেন তাঁরা।

কিন্তু তুষারধস হতে পারে বলে ঝুঁকি না নিতে চাননি তাঁরা। তাই বাধ্য হয়ে বেসক্যাম্পে ফিরে এসেছিল ওই পর্বতারোহী দল। এবার দ্বিতীয় দফার চেষ্টায় এভারেস্টের শৃঙ্গে পৌঁছাতে সফল হয়েছেন চিনের পর্বতারোহীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here