সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
করোনা মোকাবিলায় দুঃস্থদের ত্রান বিলি নিয়ে গোষ্ঠী কোন্দল তৃণমূল কংগ্রেসের । শুধু তাই নয়, মন্ত্রীর বিরুদ্ধে ত্রানের নামে টাকা নেওয়ার অভিযোগ দলের একাংশের। জানা যায়,রবিবার মগরাহাট এক নম্বর ব্লকের উস্থি গ্রাম পঞ্চায়েতে সামগ্রী বিলি করতে এসে মন্ত্রীর বিরুদ্ধে, ত্রান দুর্নিতির অভিযোগ আনেন তৃণমূলের জেলা পরিষদের সদস্যা সঙ্গিতা হালদার ।
এছাড়াও মগরাহাট পশ্চিম বিধানসভায় ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এসসি, এসটি, ওবিসি, সেলদেরও যুব তৃণমূল কংগ্রেস পাশাপাশি জেলা পরিষদের সদস্যা সঙ্গিতা হালদারও ত্রান সামগ্রী বিতরণ করেন। যদিও জেলা পরিষদের সদস্যা সঙ্গিতা হালদারের অভিযোগ, পঞ্চায়েত সদস্য থেকে কন্ট্রাকটারদের কাছে থেকে যথেষ্ট টাকা নেন, মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা ও তার অনুগামীরা। আর সেখানে ঘটে বিপত্তি।
এদিন মন্ত্রী উস্থি গ্রাম পঞ্চায়েত এলাকায় আসা তো দূরের কথা। এমনকি ত্রান দিতে দেখা যায়নি বলে দাবি করেন জেলা পরিষদের সদস্যা সঙ্গিতা দেবী। পাশাপাশি এই পরিস্থিতিতে সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প “কল্পতরুর” নম্বরে ফোন করে উস্থির বাসিন্দারা।
এর পাশাপাশি মথুরাপুর সাংসদ এলাকায় এহেন ঘটনা ঘটায় অবশেষে অভিষেক ব্যানার্জির কাছে দ্বারস্থ হন এসসি এসটি ওবিসি সেলের বাসিন্দারা। এরপর সেখান থেকে অনুমতি মেলে ত্রানের । তবে মন্ত্রী কোন রকম সহযোগীতা করেনি । এমনকি সহযোগিতা করলে হুমকি মিলছে বলে দাবি করেছে বলে অভিযোগ করেন সঙ্গিতা দেবী।
আরও পড়ুনঃ মালদহে রক্ত সংকটের জেরে বিপাকে সাতশো থ্যালাসিমিয়া রোগী
যদিও এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কালিঘাটে দ্বারস্থ হয়েছে দলের একাংশ।তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা । অপরদিকে যুব তৃণমূল কংগ্রেসের অনুমতি নিয়ে ত্রান ব্যবস্থা করলেও মগরাহাট ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের দেখা নেই বলে দাবিও করেছেন সঙ্গিতাদেবী। এমনকি এই নিন্দনীয় বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্য বিজেপি ।যদিও এ বিষয়ে বিজেপি বলে, ত্রান নিয়ে রাজনীতি চলছে রাজ্যে। তবে বিষয়টিতে আগামী দিনে মানুষ জবাব দেবে বলে দাবি করেছেন বিরোধীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584