পিয়ালী দাস,বীরভূমঃ
সর্ষে কাটাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে বীরভুম মাড়গ্রাম থানার অন্তর্গত বামদেবপুর গ্রামে।জানা গিয়েছে সকালে এক মহিলা সরষে কাটার জন্য মাঠে যায় এবং তারপরই থেকে শুরু হয় লড়াই।
মুড়ি-মুড়কির মতো গোটা এলাকা জুড়ে পড়তে থাকে বোম।এলাকাজুড়ে এতটাই বোমাবাজি হয় যে ওই গ্রামের এলাকার আকাশ বোমার ছোঁয়ায় ভরে যায়।আতঙ্কিত হয়ে এলাকার বাসিন্দারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে শুরু করে।
ঘটনার খবর পেয়ে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও দুষ্কৃতীদের তুলনায় পুলিশের সংখ্যা ছিল অতি নগন্য।ফলে পুলিশ সেখানে গিয়ে প্রথমে তেমন কিছু করতে পারেনি, পরে এসডিপিও রামপুরহাটের নেতৃত্ব বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে যে দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ আসলে তৃণমূলের দুই গোষ্ঠী।প্রায় এক ঘন্টা যাবৎ ব্যাপক বোমাবাজি চলে গ্রামে।ধোঁয়ায় ঢেকে গোটা এলাকা,বোমা আতঙ্কে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়চ্ছে অন্যত্র।এরপর মারগ্রাম ও রামপুরহাট থানা থেকে বিশাল পুলিশবাহিনী গ্রামে ঢুকে চলছে পুলিশি রুট মার্চ।অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।
বামদেবপুর গ্রামের তৃনমূলের সদস্য পূর্ণচন্দ্র মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে পলাতক।অন্যদিকে জানা গিয়েছে এই ঘটনার সূত্রপাত গতবছর বিশ্বকর্মা পূজার বিসর্জন নিয়ে।আজ সকালে সর্ষে কাটতে যাওয়ার সময় পুনরায় সেই ঝামেলা থেকে দুই গোষ্ঠীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুনঃ দুই শিক্ষকের বিবাদে বন্ধ স্কুল
এলাকায় এই মুহূর্তে চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে না ফাটা তাজা বোমা,বোমার সুতলি এবং নানান ভাঙচুরের চিহ্ন।বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানান অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584