নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
স্বামীর মৃত্যু বার্ষিকীতে গরীব দুঃখী মানুষকে বস্ত্র বিতরণ করে নজির গড়লেন রাঙামাটির গৃহবধূ ববিতা কবিরাজ। রাঙ্গামাটি মধ্যপাড়া নিজ বাসভবন থেকেই এই বস্ত্র বিতরন কর্মসুচী হয়। প্রসঙ্গত পেশায় পুলিশকর্মী বিকাশ কবিরাজের পোস্টিং ছিল তমলুকে। গতবছর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হঠাৎই অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুনঃ পুলিশ সুপারের উপস্থিতিতে কান্দির প্রত্যন্ত গ্রামে ভ্রাম্যমাণ থানার অভিনব উদ্যোগ
স্বামীর অকাল প্রয়াণে ভেঙে পড়েন ববিতা কবিরাজ। স্কুল পড়ুয়া ছেলে অনিরুদ্ধ কবিরাজ এবং ছোট্ট মেয়ে আরিয়া কবিরাজকে সামলে আস্তে আস্তে আবার ছন্দে ফেরেন তিনি। বৃহস্পতিবার স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে গতানুগতিক ধারার বাইরে একটু অন্যরকম পরিকল্পনা করেন ববিতা দেবী। স্বামীর আত্মার শান্তি কামনায় গরীব দুঃস্থ মানুষকে শাড়ি এবং কিছু মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নেন। সেইমতো শহরের বিভিন্ন এলাকা থেকে বেছে নেওয়া ১০০ জন দুঃস্থ মহিলার হাতে শাড়ি এবং মিষ্টি তুলে দেন তিনি। সম্পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ বাবুর সহকর্মী কমান্ডন্ট পার্থ গোস্বামী। তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584