তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া পূজার প্রাক্কালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মুক্তির কান্ডারী বস্ত্র দান করে এক হাজার শিশু কিশোর ও তিনশো জন বৃদ্ধ বৃদ্ধাদের মুখে হাসি ফোটাল।রায়গঞ্জ মুক্তির কান্ডারী সংস্থার কর্নধার কৌশিক ভট্টাচার্য্য এই খবর দেন।অপরদিকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও ৩০জন দুস্থ কচিকাঁচাদের হাতে নুতন বস্ত্র তুলে দেওয়া হয় বলে রায়গঞ্জ ট্রাফিক পুলিশের ও সি পিনাকী সরকার জানান।
পিনাকী বাবু বলেন আমরা যদি সবাই কিছুকিছু করে এইভাবে পূজার সময় দুস্থদের নতুন বস্ত্র তুলে দিতে পারি তাহলে আমরা সবাই একসাথে পূজার আনন্দে সামিল হতে পারি।শনিবার রায়গঞ্জের পথশিশু সহ বৃদ্ধ বৃদ্ধাদের এই ভাবে বস্ত্র দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সুব্রত সরকার,কৌশিক ভট্টাচার্য্য ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পুলিশ আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন প্রচুর সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ সতীপীঠে শারদীয়ার পূজা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584