ছটপুজোর শুভেচ্ছা জানিয়ে জোট বেঁধে গঙ্গায় না যাওয়ার জন্য ভিডিও মারফত আবেদন মুখ্যমন্ত্রীর

0
47

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এর আগে দুর্গাপুজাে এবং কালীপুজােয় হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিল রাজ্য প্রশাসন। এবার ছট পুজাে পালনে যাতে সংক্রমণ বৃদ্ধির কারণ না হয়, তার জন্য ফের ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যবাসীকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

mamata banerjee | newsfront.co

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার সঙ্গে ভিডিও মারফত তিনি এই আবেদন জানিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট ভাবে বলেছেন, ‘ছট পালন করুন, কিন্তু আদালত অবমাননা করবেন না। জটলা করে গঙ্গা বা কোনও জলাশয়ের ধারে যাবেন না।’প্রসঙ্গত, দুর্গাপুজাে বা কালীপুজােয় হাইকোর্টের নির্দেশ মতো ভিড় আটকানো সম্ভব হলেও এখন রাজ্য প্রশাসনের সামনে ছট পুজোর চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলা নিয়ে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক

এমনিতেই প্রত্যেক বছরই রবীন্দ্র সরোবরে ছট পুজো সামলাতে হিমশিম খেতে হয় রাজ্য প্রশাসনকে। তবে চলতি বছরে রবীন্দ্র সরোবরে ছট পুজো না করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। তাই বিকল্প হিসাবে কলকাতা ও শহরতলিতে প্রায় দেড় হাজার জলাশয়ে ছট পুজোর জন্য ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে প্রথমবার শহর কলকাতা ছট পুজোর বিকেন্দ্রীকরণ করতে চলেছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তিন শর্ত দিলেন শুভেন্দু অধিকারী

তাই ওই সমস্ত জলাশয়ে জটলা না করে ছট পুজো করার আবেদনের সঙ্গে বাজির উপর নিষেধাজ্ঞা রয়েছে, সে বিষয়টিও উল্লেখ করেন তিনি।ছট পুজো নিয়ে হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ ছিল, প্রত্যেক পরিবার থেকে দুজনের বেশি জলাশয়ে যাওয়া যাবে না। ঢাক বা ছোট বাদ্যযন্ত্র ছাড়া বিদ্যুৎ চালিত ডিজে বাজনা বাজানো যাবেনা। করা যাবে না শোভাযাত্রাও।

আরও পড়ুনঃ ফালাকাটায় ইন্দিরা গান্ধীর জন্ম-জয়ন্তী উদযাপন

খোলা যানবাহনে চেপে জলাশয়ে আসতে হবে। পুজোয় অংশগ্রহণকারীরা সবাই জলাশয় যেতে পারবেন না। হাইকোর্টের এই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি নিয়ে এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

তবে ছট পুজাের জন্য আর বেশি সময় বাকি না থাকায় এখন পর্যন্ত পাওয়া নির্দেশেই ছট পুজাে পালন হতে চলেছে বলে মনে করছেন অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here