সুদীপ পাল,বর্ধমানঃ
তাঁরা দীর্ঘদিনের বন্ধু। এক বন্ধুর অনুষ্ঠানে আর এক বন্ধুকে প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে সেই ক্ষোভ উগরে দিলেন আর এক গায়ক বন্ধু। এক বন্ধুর নাম গায়ক শান। অন্য জনের নাম বাবুল সুপ্রিয়। আসানসোলে গায়ক শান-এর মিউজিক কনসার্টে বাবুল সুপ্রিয়কে গান শুনতে প্রবেশের অনুমতি দিল না আসানসোল পুলিশ।
দুর্গাপুরে এসে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় অভিযোগ করলেন – “শান আমাকে আসানসোলে ওর গানের কনসার্টে যোগ দিয়ে গান শুনতে আমন্ত্রণ করে। কিন্তু আসানসোল পুলিশ বাধা হয়ে দাঁড়াল।” এরপর পুলিশ ছাড়া বর্তমানে আসানসোলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “ওই কনসার্টে আসানসোলের মেয়র সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা গান শুনতে গেলেন। আমি নোংরা রাজনীতি করতে আসিনি।” তিনি জানান তিনি আর আসানসোল জাননি বদলে দুর্গাপুর চলে এসেছেন।
তবে এখানেই শেষ নয় বিষয়টি নিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে ও সরব হন এবং সেখানে পুরো ঘটনার আদ্যোপান্ত বিবরণ করে পুলিশ যে তাকে ঢুকতে বাধা দিয়েছে তাও উল্লেখ করেন ।
আরও পড়ুনঃ আদিবাসী যুবকের মৃত্যু ঘিরে রহস্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584