রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ
বুধবার পূর্ব বর্ধমানের কাটোয়ার ২নং ব্লকের জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মুস্থলী তৃনমূল কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেস কর্মী সম্মেলন।
উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধারা,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু,পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর তথা পূর্ব বর্ধমান জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামানিক,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার,কাটোয়া ১নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, মণ্ডল আজিজুল, জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ।এই সম্মেলন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরা হয়।
আরও পড়ুনঃ নির্বাচনকে সামনে রেখে কালনায় তৃণমূলের বুথ কর্মী সম্মেলন
আসন্ন লোকসভা নির্বাচনে পঞ্চায়েতের প্রতিটি বুথেই তৃণমূল প্রার্থীকে জয়লাভ করার আহ্বান জানালেন বিধায়ক।এদিন তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584