দিল্লিতে স্কুলের দেওয়ালে মেসির ছবি ঘিরে তুমুল বিতর্ক, এল পুলিশবাহিনীও

0
132

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

লিওনেল মেসির ছবি রাখা নিয়ে দিল্লির স্কুলে তুমুল বিতর্ক। আর্জেন্টাইন সুপারস্টারের ছবি রাখা নিয়ে সমস্যা নয় কিন্তু বিখ্যাত স্ট্রিট আর্টকে সরিয়ে কেন মেসির পেন্টিং দেওয়া হল, সেই নিয়েই বিতর্কের সূত্রপাত। তাছাড়া মেসির ছবিকে অন্য ভাবে ব্যবহার করেছে একটি মদ প্রস্তুতকারক সংস্থা।

Messi images in Delhi school | newsfront.co
ছবি সৌজন্যে: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্প্রতি বার্সেলোনার হয়ে মোট ৬৪৪টি গোল করেছেন মেসি। ওই কৃতিত্বকে সম্মান জানিয়ে এক মদ প্রস্তুতকারক সংস্থা মেসির একটি অয়েল পেন্টিং রেখেছে একটি স্ট্রিট আর্টের ওপর। এই নিয়েই বিতর্ক বেঁধেছে মুম্বইয়ের চ্যাপেল রোড ও দক্ষিণ দিল্লির হজ খাস রোডে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্কুলের পিছনের দেওয়ালে তাঁর ছবি আঁকা হয়েছে।

উল্লেখ্য, ওই সংস্থা একটি অনলাইন গেম চালু করেছে, তাতে লিখেছে, কেউ যদি ওই গেম জিততে পারে, তা হলে তাকে ৬৪৪ বোতল মদ উপহার দেওয়া হবে, এটি নিছকই একটি মনোরঞ্জনের বিজ্ঞাপন। এমনকি ছবির নিচেও ওই ক্যাপশনের উল্লেখ রয়েছে।

অভিযোগ ওই জায়গাগুলিতে আগে থেকেই ওকুদা স্যান মিগুয়েল ও মারিউজ ওয়ারাসের আঁকা ছবি ছিল যার ওপরে মেসির ছবি বসানো হয়েছে। স্কুলের দেওয়ালে মদ প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে বিরক্ত অনেকেই। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন ভারতে স্ট্রিট আর্ট প্রচারক সংস্থা স্টার্ট ইন্ডিয়ার অর্ন্তগত বহু শিল্পী। স্টার্ট ইন্ডিয়া নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এর প্রতিবাদ জানায়।

আরও পড়ুনঃ এসবিআই গ্রাহকদের জন্য দুঃসংবাদ! ফের বাড়ল হোম লোনে ন্যূনতম সুদের হার

সংস্থাটির ডিরেক্টর হানিফ খুরেশি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘আমরা বিশ্বের নামী শিল্পী আকুইদার গ্রাফিতিকে কাজে লাগিয়ে এই প্রচেষ্টা করেছিলাম স্কুলের দেওয়ালে, যাতে খুদেরা কিছু শিখতে পারে। সেখানে মেসির ছবি দেওয়া অন্যায় নয়, কিন্তু মদের বিজ্ঞাপন কেন স্কুলে থাকবে, এটাই আমাদের প্রশ্ন।’’

আরও পড়ুনঃ বিগত ১২১ বছরে তৃতীয় উষ্ণতম মার্চ দেখল দেশঃ ভারতীয় আবহাওয়া বিভাগ

স্কুলের অনেক পড়ুয়ার বাবা-মা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের নিরস্ত করতে স্কুল চত্বরে ছুটে আসে পুলিশবাহিনীও। বিতর্কের মধ্যেই মদ প্রস্তুতকারক সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘‘আমরা সবসময় শিল্পের ক্ষমতা সম্পর্কে অবগত ছিলাম এবং বিভিন্ন সময়ে নানান শিল্পীদের সাথে জোট বেঁধে কাজ করেছি, যার মধ্যে স্টার্ট ইন্ডিয়াও রয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য ছিল শিল্পীদের অধিকার সম্পর্কে সমাজকে জানানো, সেই কারণেই বিশ্বখ্যাত ফুটবলারের ছবি দিয়ে সেটি বোঝাতে চেয়েছিলাম, আমাদের অন্য কোনও উদেশ্য ছিল না।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here