বন্ধ রান্না,অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ফিরছে অভুক্ত মা-শিশু

0
74

মনিরুল হক, কোচবিহারঃ

cooking stop at angwanari center
নিজস্ব চিত্র

অঙ্গনওয়াড়ি সেন্টার গুলিতে রান্না হচ্ছেনা। এই অভিযোগ পেয়ে মাথাভাঙ্গা ১নং ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকের সাথে দেখা করলেন মাথাভাঙ্গা ১নং ব্লক পঞ্চায়েত সমিতির নারী কল্যাণ ও শিশু কর্মাধক্ষ কল্যাণী রায়।

এদিন তিনি মাথাভাঙ্গা ১নং ব্লকের সিডিপিও নীলরতন হালদারের সাথে দেখা করে অঙ্গনওয়াড়ি সেন্টার গুলিতে কেন রান্না হচ্ছেনা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

জানা গেছে, মাথাভাঙ্গা ১নং ব্লকের ১০টি গ্রামপঞ্চায়েত তার মধ্যে দুই একটা গ্রাম পঞ্চায়েত বাদ দিয়ে বেশিরভাগ অঙ্গনওয়াড়ি সেন্টারে রান্না করা খাবার পাচ্ছে না শিশুরা।
এই খবর পেয়ে নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধক্ষ কল্যাণী রায় বলেন, মাথাভাঙ্গা ১নং ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি সেন্টারে রান্না হচ্ছেনা। এর ফলে অন্যান্য খাওয়ায় নিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে শিশুদের। তাই তারা যাতে দ্রুত খাওয়ার পায় সেই জন্যে এদিন সিডিপিও সাহেবের সাথে দেখা করে বিষয়টি জানানো হয়। তিনি এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুনঃ ঘাটালে শিক্ষককে বদলির বিরোধিতায় বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

এই ঘটনায় মাথাভাঙ্গা ১নং ব্লকের সিডিপিও নীলরতন হালদার বলেন, কিছু সেন্টারে রান্না হচ্ছে, আর কিছু সেন্টারে খাবার দেওয়া হচ্ছে। তবে ডাল না থাকার কারণে এই সমস্যা। অন্য খাবার পাচ্ছে শিশুরা। তিনি বলেন, ডাল নিয়ে আসার জন্য অনেক সময় দেরি হয়। তবে কিছু সেন্টারে খাবার ঢোকা শুরু হয়ে গিয়েছে,বাকি সেন্টার গুলোতে এক সপ্তাহের মধ্যে খাবার চলে আসবে বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here