পরিবার বিতাড়িত হয়ে ফাঁকা মাঠের তাঁবুতে আশ্রয় করোনা আক্রান্ত যুবকের

0
77

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা আক্রান্ত এক যুবককে ফাঁকা মাঠে তাঁবু খাটিয়ে রাখার অভিযোগ উঠল আক্রান্ত যুবকের পরিবারের লোকজনের বিরুদ্ধে। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । ওই ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয় প্রশাসনকে জানালে ওই যুবককে মাথাভাঙা শহর সংলগ্ন বাবু জগজীবন রাম কেন্দ্রীয় ছাত্রী নিবাসে সেফ হোমে স্থানান্তরিত করা হয়।

house | newsfront.co
আক্রান্তের থাকার তাঁবু ৷ নিজস্ব চিত্র

স্থানীয়দের অভিযোগ, আক্রান্ত ওই যুবককে হোম কোয়ারান্টিনের নাম করে বাড়ি সংলগ্ন মাঠে তাঁবু খাটিয়ে রাখার ব্যবস্থা করেছে তার পরিবারের লোকজন । আজ সকালে স্থানীয় লোকজন এসে দেখেন যে আক্রান্ত ওই যুবকের পরিবারের লোকজন তাকে তাঁবু খাটিয়ে মাঠের মধ্যে হোম কোয়ারান্টিনে রাখেন। একে এখন বর্ষাকাল তার ওপর সাপ-খোপের আতঙ্ক তো রয়েছেই , ফলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ ৷

বিষয়টি বিবেচনা করে স্থানীয়রা গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানালে তিনি সেখানে এসে ওই পরিবারকে সতর্ক করেন। তারপরেই করোনা সংক্রমিত যুবককে মাথাভাঙা শহর সংলগ্ন বাবু জগজীবন রাম কেন্দ্রীয় ছাত্রী নিবাসে সেফ হোমে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ সহকর্মী খুনে অভিযুক্ত জওয়ানকে নিজেদের হেফাজতে নিল বিএসএফ

প্রসঙ্গত, মাথাভাঙা ১নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শোলমারি গ্রামের এক যুবক তুফানগঞ্জে কর্মরত ছিলেন। সম্প্রতি তার লালারসের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। ওই অবস্থায় শনিবার রাতে তিনি বাড়ি ফিরে এলে মাথাভাঙা ১ নং ব্লক প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বাড়ি ও সংলগ্ন এলাকা কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। বাড়িটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যানারও লাগিয়ে দেওয়া হয়।

করোনা আক্রান্ত ওই যুবকের পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয় আক্রান্ত যুবককে হোম কোয়ারান্টিনে আলাদাভাবে রাখা হবে। অথচ আজ এলাকার বাসিন্দারা দেখতে পান বাড়ি সংলগ্ন মাঠে প্লাস্টিকের তাবু খাটিয়ে ওই যুবকের থাকার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের ৭৮টি কোভিড হাসপাতালের প্রত্যেকটিতে এবার তৈরি থাকবে ক্যুইক রেসপন্স টিম

পরে বিষয়টি জানা জানি হতেই জোরপাটকি গ্রাম পঞ্চায়েত প্রধান কমলকুমার অধিকারির নজরে এলে তিনি সংশ্লিষ্ট পরিবারকে সতর্ক করার পাশাপাশি বিষয়টি ব্লক প্রশাসনের নজরে আনেন।

আর তারপরই ব্লক প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ওই যুবককে তাঁবু থেকে স্থানান্তরিত করে মাথাভাঙা শহর সংলগ্ন বাবু জগজীবন রাম কেন্দ্রীয় ছাত্রী নিবাসে সেফ হোমে স্থানান্তরিত করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here