নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সাম্প্রদায়িক সম্প্রীতির এক অভিনব চিত্র উঠে এল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কেশববাড় গ্রামে, বহু বছর আগে থেকেই পূর্বপুরুষের যুগ থেকে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিমা তৈরি করে রুজি রোজগার করেন গ্রামের মুসলিম সম্প্রদায় মৃৎশিল্পীরা।
জানা গিয়েছে, পূর্বপুরুষের প্রচলনকে কাজে লাগিয়ে তেমনি ভাবে জীবন যাপন করছে কেশববাড় গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
তবে এই বছর মহামারি ভাইরাসের কারণে তাদের জীবন জীবিকার চিত্র পাল্টে গিয়েছে, তেমন ভাবে হয়নি প্রতিমা বিক্রি ফলে লোকের বাড়িতে কাজ করে কোনরকমভাবে জীবন যাপন করছে গ্রামের মানুষজন।
আরও পড়ুনঃ মাটির বাড়ি থেকে জাতীয় ক্রিকেট দলের আঙ্গিনায় কোলাঘাটের দয়ানন্দ
জানা গিয়েছে মহামারি ভাইরাসের কারণে যে পয়সা রোজগার হয় তাতে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাই লোকের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন গ্রামের মানুষরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584