করোনা টিকাকে ‘বিজেপির ভ্যাকসিন’ বলে কটাক্ষ করলেন অখিলেশ যাদব

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দীর্ঘ প্রতীক্ষার পর দেশে আসছে করোনা টিকা। গোটা দেশে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এরই মধ্যে করোনা ভ্যাকসিনকে ঘিরে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। নতুন বছরের শুরুতেই ভারতে জরুরি ভিত্তিতে ছাড়পত্র পেয়েছে অক্সফোর্ডের টিকা।

akhilesh yadav | newsfront.co
অখিলেশ যাদব। ফাইল চিত্র

শুরু হয়েছে টিকার ড্রাই রান। এই প্রেক্ষিতে, করোনা টিকাকে ‘বিজেপির ভ্যাকসিন’ বলে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব। মুলায়ম-পুত্রকে পাল্টা বিঁধে বিজেপির জবাব, ডাক্তার-নার্সদের অপমান করেছেন অখিলেশ।

আরও পড়ুনঃ বিনয়ের ল্যাপটপ-মোবাইলে গরু পাচারের প্রমাণ মিলেছে দাবি সিবিআইয়ের

বিজেপিকে নিশানা করে সপা নেতা বলেন, “ভ্যাকসিনের উপর কীভাবে ভরসা রাখব…বিজেপির ভ্যাকসিন দিয়ে আমরা টিকা নেব না।” একইসঙ্গে অখিলেশ আরও বলেন, “২০২২ সালের নির্বাচনে তাঁর দলই ক্ষমতায় আসবে এবং সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।”

আরও পড়ুনঃ নতুন বিতর্কে বিশ্বভারতী! আলাপিনী সমিতির ঘরে পড়ল তালা

ভ্যাকসিন নিয়ে অখিলেশের মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য বলেছেন, ‘‘ভ্যাকসিনের উপর আস্থা নেই অখিলেশ যাদবের। ওঁর উপর উত্তরপ্রদেশের মানুষেরও আস্থা নেই।” এখানেই শেষ নয়, বিজেপি নেতা আরও বলেন যে, “ভ্যাকসিন নিয়ে ওঁর মন্তব্য দেশের ডাক্তার-বিজ্ঞানীদের জন্য অপমান। ওঁর ক্ষমা চাওয়া উচিত।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here