নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। ভারতে দৈনিক ২৫ হাজার করে মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হচ্ছেন। এহেন পরিস্থিতিতে যখন দ্রুত টিকা আসার অপেক্ষায় দিন গুনছেন দেশবাসী, ঠিক তখনই নিরাশার খবর শোনা যাচ্ছে কেন্দ্রীয় সূত্রে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় কমিটি সূত্রে খবর, আগামী বছরের আগে ভ্যাকসিন আসার কোনও সম্ভাবনাই নেই। কমিটিকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরাই। জুলাই মাসের শুরুতে যেখানে আইসিএমআর ভ্যাকসিনের পরীক্ষা করছিল। আগামী ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিনই দেশে সেই ভ্যাকসিন আসার কথা ছিল।
কিন্তু পরে জানা যায়, পরীক্ষার গতি দ্রুত করার জন্য এবং লাল ফিতের জট কাটানোর জন্যই এমন লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছিল কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা। কিন্তু দেশবাসীর সব আশায় জল ঢেলে দিল সংসদীয় কমিটির এই খবর। কিছুদিন আগে মন্ত্রক সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছে, “ছটি ভারতীয় সংস্থা কোভিড-১৯’এর ভ্যাকসিন তৈরি করছে।
কোভ্যাক্সিন এবং ZyCov-D সহ মোট এগারোটি করোনার টিকা মানব দেহে প্রয়োগ করা হবে বলেও জানা যায়। কিন্তু ২০২১ সালের আগে আমজনতার ব্যবহারের জন্য এই ভ্যাকসিনগুলি বাজারে আসবে না।” সংশ্লিষ্ট মন্ত্রক আরও জানিয়েছে, “যে দুটি বিদেশি সংস্থা টিকা তৈরির জন্য ভারতীয় সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে, তাঁদেরও নিজেদের টিকা যে উপযোগী ও নিরাপদ তা প্রমাণ করতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584