ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। চাকরি খুইয়েছেন এক কোটিরও বেশি ভারতীয়। শুধু তাই নয়, মুদ্রাস্ফীতির নিরিখে বিচার করলে দেখা যাচ্ছে গত বছর দেশে অতিমারি শুরুর পর আয় কমেছে প্রায় ৯৭ শতাংশ পরিবারের, দাবি করলেন ‘সেন্টার অফ মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র প্রধান এগজিকিউটিভ।
সিএমআইই আগেই সতর্ক করেছিল যে, মে মাসের শেষে বেকারত্বের হার ১২ শতাংশে পৌঁছতে পারে। সংবাদসংস্থা পিটিআইকে সিএমআইই সিইউ জানান, ‘দেশের অর্থনীতি চাঙ্গা হলে কিছুটা সমস্যা মিটবে। তবে এখনই সম্পূর্ণভাবে এই সমস্যার হাল ফেরানো মুশকিল।’
আরও পড়ুনঃ চীনে এবার বার্ড ফ্লু-তে আক্রান্ত ৪১ বছর বয়সী এক যুবক
উল্লেখ্য, গত বছর করোনা সংক্রমণ রুখতে মে মাসে দেশে বেকারত্বের রেকর্ড ২৩.৫ শতাংশে ঠেকেছিল। গত এপ্রিলের সিএমআইই সমীক্ষা অনুযায়ী, অতিমারির পর থেকে আয় বেড়েছে ৩ শতাংশ পরিবারের, আয় কমেছে ৫৫ শতাংশ পরিবারের এবং আয় প্রায় একই আছে ৪২ শতাংশ পরিবারের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584