নিজস্ব সংবাদ্দাতা, মালদহঃ
ফের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যৌথভাবে আন্দোলনে নামল সিপিএম এবং কংগ্রেস।
মঙ্গলবার দুপুরে মালদহের বামনগোলা ব্লকে কংগ্রেস ও সিপিআইএমের যৌথ উদ্যোগে পাকুয়াহাট কলেজ মোড় থেকে এক বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষ হয় পাকুয়াহাট বাসস্ট্যান্ডে।
আরও পড়ুনঃ পুর এলাকার বিভিন্ন উন্নয়নের দাবিতে প্রশাসকের কাছে দাবিপত্র পেশ বামেদের
সেখানে কেন্দ্রীয় সরকারের পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান নেতারা। ট্রাফিক মোড়ে ৩০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
এদিন বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা মহিলা মোর্চার সদস্য ছবি দে, আরএসপির জেলা সম্পাদক শাকিরুদিন সরকার, সিপিআইএমের ব্লক সভাপতি খগেন বর্মন, বামনগোলা ব্লক কংগ্রেসের সভাপতি হরিপদ বৈরাগী, প্রদেশ কংগ্রেসের সদস্য জয়ন্ত সরকার ও সুভাষ থাপা।
এছাড়াও সিপিএম ও কংগ্রেসের বহু কর্মীরা এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584