নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার দুপুরে ৭ দফা দাবিতে বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ দেখাল সিপিএম কর্মীরা।
সিপিএমের দক্ষিণ অঞ্চল কমিটির উদ্যোগে খড়্গপুর বিদ্যুৎ বিভাগের ডিভিশনাল ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হয়। ইন্দায় বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা। এর আগে “টেবিল ফ্যানকে প্রতীকী শবদেহ” বানিয়ে তাকে কাঁধে করে নিয়ে মিছিল করে বিদ্যুৎ দফতরে যান সিপিআইএম কর্মীরা।
তাঁদের কথায়, ‘বেহিসেবী বিদ্যুৎ বিল ও বিদ্যুতের চড়া দামের ফলে করোনা আবহে সিলিং ফ্যান ও টেবিল ফ্যানের মৃতপ্রায় অবস্থা।’ যে যে দাবিতে এদিন জনগণের সাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়, সেগুলি হল, করোনা পরিস্থিতিতে ৬ মাসের বিল মকুব করতে হবে। তিনমাসে নয়,মাসে মাসে হিসেবে বিদ্যুৎ বিল নিতে হবে। মিটার রিডিং না নিয়ে কোন বিল পাঠানো চলবে না।
আরও পড়ুনঃ রামপুরহাটে তৃণমূলের প্রতিবাদ মিছিল
দেশের অন্যান্য রাজ্যের সাথে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম কমাতে হবে। বিদ্যুৎ পরিষেবায় বেসরকারিকরণের কেন্দ্রীয় ও রাজ্য সরকারি নীতি প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ পরিষেবায় উন্নতির স্বার্থে কাস্টমার কেয়ারকে সক্রিয় করতে হবে এবং কর্মী ঘাটতি মেটাতে হবে। নতুন কানেকশনের ক্ষেত্রে দালালরাজ ও ঠিকাদারদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সবুজ ঘোড়াই, স্মৃতিকণা দেবনাথ,এরিয়া কমিটির সম্পাদক অমিতাভ দাস, হরেকৃষ্ণ দেবনাথ প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584