গঙ্গারামপুর পুরসভার প্রশাসক বাতিলের দাবিতে বিক্ষোভ সিপিআইএমের

0
22

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

গঙ্গারামপুর পুরসভার প্রশাসক মণ্ডলী বাতিলের দাবিতে বিক্ষোভ সিপিআইএমের। শুক্রবার গঙ্গারামপুর চৌপথি এলাকায় সিপিআইএমের পক্ষ থেকে পালন করা হয় এই বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত চক্রবর্তী, পার্থ সরকার,তৌহিদি আমন কৃষ্ণা কুন্ডু সহ আরো অনেকে।

CPIM protest | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন তাদের দাবি গুলির মধ্যে ছিল, গঙ্গারামপুর পুরসভার প্রশাসক মণ্ডলী বাতিল করতে হবে। নতুন করে সেই প্রশাসক মণ্ডলী গঠন করতে হবে। ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা করতে হবে। মূলত এই সমস্ত দাবির ভিত্তিতে এদিন গঙ্গারামপুর চৌপতি এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিপিআইএম।

আরও পড়ুনঃ কোচবিহারে ৩২ জন করোনা আক্রান্তের খবরে চাঞ্চল্য

যদিও সিপিআইএমের এই বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ বিধায়ক গৌতম দাস ও প্রশাসক অমলেন্দু সরকার। গঙ্গারামপুরে সিপিআইএমের বিক্ষোভ সমাবেশকে লোক দেখানো বলে কটাক্ষ করলেন গঙ্গারামপুর পুরসভার প্রশাসক অমলেন্দু সরকার ও বিধায়ক গৌতম দাস। সেই সঙ্গে প্রশাসক অমলেন্দু সরকার আরো বলেন, ‘সিপিআইএম সামান্য একটি বিষয় নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।’

প্রসঙ্গত গত কয়েকদিন আগেই গঙ্গারামপুর পুরসভার তৃণমূল পরিচালিত পুর বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর এই পুরসভায় বসানো হয় প্রশাসক। সেখানে ৫ জনের একটি কমিটি গঠন করা হয়। প্রশাসক হিসেবে দায়িত্বভার দেওয়া হয় গঙ্গারামপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকারকে।

আরও পড়ুনঃ এতদিনেও মাটি রাস্তা পাকা না হওয়ায় ক্ষোভ গ্রামবাসীদের

এছাড়াও এই কমিটিতে রয়েছে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ, গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস, পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত, গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক বর্ধন।

গত কয়েকদিন আগেই গঙ্গারামপুর পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অমলেন্দু সরকার। এরপরে এদিন গঙ্গারামপুর পুরসভার প্রশাসক মণ্ডলী বাতিলের দাবি তোলেন সিপিআইএম। সেই দাবিতে সরব হয়ে গঙ্গারামপুর চৌপতি বিক্ষোভ দেখায় সিপিআইএম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here