শ্যামল রায়,কালনাঃ
বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো মন্তেশ্বর থানার অন্তর্গত সিজনা উজনা পঞ্চ পাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
এদিন এগারো জন খেলোয়াড় কে নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী তপন ঘোষের নেতৃত্বে এই ক্রিকেট টুর্নামেন্ট হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরবল মন্ডল জানিয়েছেন যে,’উচ্চ মাধ্যমিক শেষ হতেই আমরা ছাত্রদের কাছে জেনে নিয়েছিলাম কারা কারা ভালো ক্রিকেট খেলতে পারে সেই বাছাই করা ছাত্রদের নিয়ে এই শিক্ষক ও ছাত্রদের সমন্বয়ে গঠিত ক্রিকেট টিমটি খেলায় অংশগ্রহণ করে।’
আরও পড়ুনঃ কালনায় আব্দুস সাত্তার ক্রিকেট কাপ টুর্নামেন্টের সূচনা
তিনি আরো জানিয়েছেন যে তাদের বিদ্যালয় ৬ টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকেই আজকের ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584