নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
আজ প্রথম দফার নির্বাচন৷ কোচবিহার ও আলিপুরদুয়ারে চলছে ভোটগ্রহণ৷ সকাল ৭টায় ভোট শুরু হওয়ার পর থেকেই কোচবিহারের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর ছড়িয়েছে৷ কিছু জায়গায় ইভিএম খারাপের খবর এসেছে৷ ইভিএম বিকল নিয়ে তৎপর মমতা। রবীন্দ্রনাথ ঘোষকে ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইভিএম বিকল হওয়ায় যাঁরা ভোট দিতে পারেননি,তাঁরা কি ভোট দিতে পেরেছেন? ইভিএম কি ঠিক করা হয়েছে? রবীন্দ্রনাথ ঘোষের থেকে জানতে চান মমতা।একটি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
আরও পড়ুনঃ ইভিএম মেশিন খারাপ থাকায় দেরিতে ভোটগ্রহণ শুরু ফালাকাটায়
কোচবিহারের একাধিক বুথে ইভিএম বিকল বলে দাবি মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের।ইভিএম বিকল প্রসঙ্গে মন্ত্রীর অভিযোগ,‘‘জেলায় একাধিক ইভিএম খারাপ।ইভিএমে কারচুপি করা আছে। চক্রান্তের গন্ধ পাচ্ছি। কমিশনকে ফোন করে পাওয়া যায়নি।জেলাশাসককে অভিযোগ জানিয়েছে। ইভিএমে অব্যবস্থা চলছে। ইভিএম খারাপ হওয়ায় বহু ভোটাররা বিরক্ত হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584