রাউতরায় সিআরপিএফের জন সংযোগ কর্মসূচী

0
86

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্ৰামঃ

CRPF program at routarai
নিজস্ব চিত্র

মাওবাদী সংযোগ ছিন্ন করে লালগড়ের মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগ নিল সিআরপিএফের ৫০ নং ব্যাটেলিয়ন।

CRPF program at routarai
নিজস্ব চিত্র

লালগড়ের রাউতরা গ্ৰামে সিআরপিএফের উদ্যোগে একটি সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এই কর্মসূচীতে সাবমার্সিবল পাম্প , বাড়িতে খাবার জলের পাইপ লাইন সংযোগ এবং জল সংরক্ষণ ট্যাঙ্কের উদ্বোধন করেন শ্রী অনিল কুমার চতুর্বেদী।

আরও পড়ুনঃ সিআরপিএফ মহিলা ব্যাটালিয়নের উদ্যোগে মহিলাদের সেলাই প্রশিক্ষণ শিবির

CRPF program at routarai
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন জেলা শাসক, অ্যাডিশনাল পুলিশ সুপার, শ্রী বজরং লাল, আর.কে শর্মা , বী.বী.ভক্তা, টি.পি.বাঘেল এবং সি.আর.পি.এফ.এর অন্যান্য ব্যাটেলিয়ানের অধিকারীকগণ। এছাড়াও আজ এই প্রোগ্রামে তিন চাকার সাইকেল,৭৫ জন গরিব দুঃখীকে কম্বল এবং ৩৫ জনকে মশারি দেওয়া হয়।উল্লেখ্য এই রাউতড়া গ্রাম এক সময় মাওবাদীদের সক্রিয় ভূমি ছিল।

CRPF program at routarai
নিজস্ব চিত্র

যারা এখনো মাওবাদীদের সাথে যোগযোগ রাখছে তারা যাতে সমাজের মূলস্রোতে ফিরে আসে তার জন্য পুলিশ জনসংযোগের উদ্দেশ্যে এই প্রোগ্রামের আয়োজন করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here