নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পথদুর্ঘটনায় আহত হলেন এক ব্যক্তি।বৃহস্পতিবার সকালে বেলদা থানার ৬০ নং জাতীয় সড়কে সাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন সাইকেল আরোহী।ঘটনা বেলদা থানার নেকুড়সেনি ৬০ নং জাতীয় সড়কের ওপর।আহতের নাম গনেশ ওঝা(৪৫),বাড়ি দাঁতন থানার শাঁখারী বাজার এলাকায়।নিজের বাড়ি থেকে সাইকেলে চেপে নেকুড়সেনিতে অন্য একজনের বাড়ি যাওয়ার সময় বেলদার দিক থেকে আসা অটো সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।অটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলে পড়ে গিয়ে গুরুতর আহত হয় বছর চল্লিশের ওই ব্যক্তির।মুখোমুখি ঘটা এই দুর্ঘটনার ফলে পাশের নয়ানজুলিতে উল্টে যায় ঘাতক অটোটি।দুর্ঘটনার পর অটোর চালক পলাতক।বেলদা থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত ওই অটোকে বেলদা থানায় উদ্ধার করে নিয়ে আসে।স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে কাউন্সিলরের ভাইকে ছুরি মারার অভিযাগে গ্রেপ্তার রাজু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584