নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জঃ
গত ৭ই অক্টোবর সন্ধ্যায় রায়গঞ্জ কালচারাল ফোরামের অন্তর্ভুক্ত ২৫টি সাংস্কৃতিক সংস্থার শিল্পী সমন্বয়ে মুখরিত হয়ে উঠলো শারদীয়ার সংগীত সন্ধ্যার আসর।রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চের সামনে খোলা আকাশের নিচে।সঙ্গীত-নৃত্যমুখর এক অনবদ্য সঙ্গীত সন্ধ্যার সূচনা হয় প্রিয়া সরকারের আগমনীর সঙ্গীতের মাধ্যমে।
রায়গঞ্জ কালচারাল ফোরামের সম্পাদক পবিত্র চন্দ বলেন “তাদের সাংস্কৃতিক সংস্থার মূল উদ্দেশ্যই হল সুস্থ সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটানো।সবার সম্মিলিত উদ্যোগে আমরাই পারবো সুস্থ সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটাতে।”সাংস্কৃতিক সন্ধ্যায় মৈত্রেয়ী দামের নেতৃত্বে একটি মনোজ্ঞ নৃত্যাগীতি আলেখ্য পরিবেশন উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে।অভিনন্দন দত্তের গীত নিকেতনের শিল্পীরা আগমনীর সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তোলে।এছাড়াও একক নৃত্য পরিবেশন করেন আলপনা কুন্ডু।কস্তুরী সেন ও চিরঞ্জিতা ঘোষের আগমনী সঙ্গীত ছিল এক কথায় অনবদ্য।অজন্তা বক্সীর প্লে বিদ্যালয়ের খুদে শিল্পীরা,মৌসুমী পালের ডান্স একাডেমি,অর্নব ঘোষের অর্নব ডান্স একাডেমি,অমলেশ সাহার সরস্বতী নৃত্য বিদ্যালয়,সৌমিত্র মুখার্জীর তা থই এবং পিয়ালী মিত্রের নৃতাঞ্জলীর শিল্পিদের নৃত্য পরিবেশন আগমনীর সন্ধ্যাকে সমৃদ্ধ করেছে বলে সর্বত্রই প্রশংসিত।
আরও পড়ুনঃ শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলাস্তরের প্রতিযোগিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584