দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় নিহত বিজেপি কর্মী

0
58

পিয়ালী দাস, বীরভূমঃ

লাভপুরে বোমা মেরে খুন করা হলো বিজেপি কর্মীকে। মৃত বিজেপি কর্মীর নাম ডালু শেখ। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Dead Dalu Sk | newsfront.co
নিহত ডালু শেখ।নিজস্ব চিত্র

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই বিজেপি নেতাকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হয়েছে।

ডালু শেখ মনিরুল ইসলাম ঘনিষ্ঠ বিজেপি নেতা বলে পরিচিত। লাভপুরের দ্বারকা পঞ্চায়েতের মিরবাঁধ গ্রামের বাসিন্দা তিনি। মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার রাত ১০ টা নাগাদ বাড়ির সামনে ডালু শেখকে লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোড়ে। আর সেই বোমার আঘাতে তিনি মারা যায়।

স্থানীয়দের এও দাবি, ঘটনার সময় ডালু শেখের সাথে তার আরো এক সঙ্গী ছিলেন। সেই সঙ্গীও নিখোঁজ।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত হওয়ার সপ্তদশ লোকসভা নির্বাচনের পর বিজেপিতে যোগদান করেছিলেন লাভপুরে তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম। বোমার আঘাতে নিহত ডালু শেখ মনিরুল ইসলাম ঘনিষ্ঠ বিজেপি নেতা বলে স্থানীয়দের দাবি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাভপুর থানার পুলিশ। এলাকায় গতকাল রাত থেকেই ব্যাপক উত্তেজনা রয়েছে গ্রাম জুড়ে।

যদিও পুলিশের দাবী, কে বা কারা বোমা নিক্ষেপ করেছে তা সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার কারণে কি বোমা নিক্ষেপ করে খুন হতে হল ডালু শেখকে? নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে দুষ্কৃতীদের গুলিতে নিহত সাংবাদিক

তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সহ-সভাপতি অভিজিৎ সিংহ দাবি করেন, ঘটনার কথা শুনেছি, কিন্তু ডালু শেখের খুনের ঘটনার সাথে তৃনমুলের কোনো যোগ নেই। বীরভূমের বিজেপি জেলা সভাপতি শ্যামপ্রসাদ মন্ডল বলেন, এই ভাবে আামদের কর্মীদেরকে খুন করে বিজেপিকে থামানো যাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here