দেরাদুন অর্ধ ম্যারাথনে ফিনিশার বনগাঁর আয়েশা

0
275

নিজস্ব সংবাদদাতা,ওয়েবডেস্কঃ

ভিন রাজ্যের অর্ধ ম্যারাথনে ৩ ঘণ্টা ১৯ মিনিট ৫২ সেকেন্ডে ২১ কিলোমিটার পথ অতিক্রম করে ফিনিশার সার্টিফিকেট ছিনিয়ে নিল এরাজ্যের বনগাঁর ছাত্রী আয়েশা খাতুন।

আয়েশা খাতুন। নিজস্ব চিত্র

ঘটনা চক্রে আয়েশা উত্তরাখণ্ডের দেরাদুনের ডুন পিজি কলেজ অফ এগ্রিকালচার সায়েন্স এন্ড টেকনোলজি তে বি.এস.সি এগ্রিকালচার দ্বিতীয় বর্ষে পাঠরত।গতকাল ৩ রা ডিসেম্বর অনলাইনে এই ম্যারাথনের ফলাফল প্রকাশ করা হয় ।

নিজস্ব চিত্র

উত্তরাখণ্ড পুলিশের উদ্যোগে গত ২ রা ডিসেম্বর তৃতীয় বারের জন্য দেরাদুন ম্যারাথন দৌড় ২০১৮ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

পদক। নিজস্ব চিত্র

মূল উদ্দেশ্য ছিল “ড্রাগস মজা নেহি সাজা হ্যায়” এই বার্তা বিশ্বব্যাপি প্রেরণ করা।

নিজস্ব চিত্র

দেরাদুন পুলিশ লাইন থেকে ২১ কিলোমিটারের এই অর্ধ ম্যারাথন দৌড়ে সারা দেশের প্রায় ২২ টি রাজ্যের প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন।এছাড়া বহু বিদেশি প্রতিযোগীকে এই ম্যারাথনে অংশ নিতে দেখা যায়।আয়োজকদের দাবি বিভিন্ন বয়সের প্রায় ২০০০০ জন প্রতিযোগী এই অর্ধ ম্যারাথনে অংশ গ্রহণ করেন ।

নিজস্ব চিত্র

উত্তরাখণ্ড পুলিশের এ ডি জি আলোক কুমার বলেন “এবারের ম্যারাথন আমরা কেউ জেতার জন্য দৌড়াবো না ,বরং ড্রাগস কে হারিয়ে যাতে আমাদের জীবনকে জেতাতে পারি সেই জন্য এই ম্যারাথন।” প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

নিজস্ব চিত্র

এরাজ্যের অর্ধ ম্যারাথন ফিনিশার আয়েশা জানিয়েছেন ” উত্তরাখণ্ড পুলিশের এই আয়োজনে সামিল থাকতে পেরে এবং এই ম্যারাথনে অংশ গ্রহণ করে আমি ভীষণ আনন্দিত ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here