বালুরঘাটে ক্ষেতমজুরদের বিভিন্ন দাবী নিয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন

0
80

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ-

বছরে ২৫০ দিন কাজ প্রদানের দাবী, ক্ষেত মজুরদের দৈনিক ৫০০ টাকা মজুরী প্রদানের দাবী, এন.আর.সি-র মাধ্যমে বিদেশী চিহ্নিতকরণ বন্ধের দাবী, বয়স্ক ক্ষেতমজুরদের মাসিক ৩০০০ টাকা করে পেনশন প্রদানের দাবী সহ একাধিক দাবী জানিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা শাখা।

নিজস্ব ছবি

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার নেতৃত্ব সদস্যরা বালুরঘাট শহরের নারায়নপুর এলাকার বাসস্ট্যান্ড এলাকায় জমায়েত হয়। এবং মিছিল করে বালুরঘাট শহর পরিক্রমা করে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সমাহর্তালয়ের সামনে এসে উপস্থিত হয়। এরপর তারা ক্ষেতমজুরদের বিভিন্ন দাবী জানিয়ে জেলা সমাহর্তালয়ের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে ও দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয়। এদিন পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর ইউনিয়নের এই অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সভাপতি অনিমেষ সাহা, পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্য প্রতীমা সিংহ রায় এবং সুভাষ ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here