কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ দেবগৌড়ার

0
82

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

আজ নাতির হয়ে ভোট প্রচারে এসে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক বাক বিস্ফোরণে বিঁধলেন প্রাক্তন প্রধানমন্ত্রী জেডিএস প্রধান এইচ ডি দেবগৌড়া।

dev goura insinuation central govt

উল্লেখ্য, হাসন লোকসভা কেন্দ্রে কংগ্রেস জেডিএস জোট প্রার্থী প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি প্রাজ্জ্বল রেভান্না।মঙ্গলবার ভোট প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইচ ডি দেব গৌড়া বলেন,”দেশটাকে হিন্দু রাষ্ট্র বানানোর মতলব ভাঁজছেন মোদী।কেন উনি জম্মু-কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা- সংবিধানের ৩৭০ নম্বর ধারার বিলোপ চাইছেন? আমার প্রশ্ন, কেন উনি ওই অনুচ্ছেদের বিলোপ চাইছেন? আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, তখন করতে দিইনি। ভারতে সংযুক্তির সময়েই কাশ্মীরের তদানীন্তন মহারাজার সঙ্গে সংবিধানে ওই ধারার রাখার ব্যাপারে চুক্তি হয়েছিল।তা হলে এখন কেন তার বিলোপ করতে চাইছেন মোদী?”

উল্লেখ্য এদিন কাশ্মীর প্রসঙ্গে ও নরেন্দ্র মোদী সরকার কে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি মন্তব্য করেন ,”কাশ্মীরে কি শুধু হিন্দুরাই থাকেন? তা তো নয়।জম্মু-কাশ্মীরে থাকেন বৌদ্ধধর্মাবলম্বীরা।থাকেন মুসলিমরা।আবার হিন্দু ব্রাহ্মণ,পণ্ডিতরাও থাকেন।থাকেন আরও নানা জাতের আরও নানা রকম সম্প্রদায়ের মানুষ। তাঁদের সকলের কথা ভেবেই সংবিধানে ৩৭০ ধারাটি বানানো হয়েছিল।

আরও পড়ুনঃ কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ অভিষেকের

জম্মু-কাশ্মীরের নাগরিকদের দেওয়া হয়েছিল কিছু বিশেষ সুযোগসুবিধা ।”
প্রচারে এসে এদিন কেন্দ্র সরকারের কড়া নিন্দায় সরব হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here