আড়াই বছরের মধ্যে কুল্পীতে প্রধান পরিবর্তন, জল্পনা রাজনৈতিক মহলে

0
123

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

panchyat office | newsfront.co
নিজস্ব চিত্র

পঞ্চায়েত নির্বাচনের আড়াই বছর যেতে না যেতেই প্রধান রদবদল করল তৃণমূল কংগ্রেস। কুল্পী ব্লকের তৃণমূল কংগ্রেসের ঢোলাহাট গ্রাম পঞ্চায়েত আবারও দখলে রাখলেও, প্রধান পরিবর্তন ঘিরে রইল চাপানউতর। নবম পঞ্চায়েত নির্বাচনে ঢোলাহাট ২২ টি বুথের ১৮ টি সংসদের মধ্যে তৃণমূল ১৪, বিজেপি ৩, সিপিএম ১ টি আসনে জয়ী হয়। প্রধান ছিলেন সাহানারা বেগম।

কুল্পী ব্লকের বিধায়ক যোগরঞ্জন হালদারের কথায় চলতো এই পঞ্চায়েত বলে জানা গিয়েছে। কিন্তু আমপান দুর্নীতি থেকে এলাকার অনুন্নয়নে সরব হয় ব্লক নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব। প্রতিবাদের ঝড় ওঠে তৃণমূল যুব সংগঠনের তরফ থেকে।

আরও পড়ুনঃ উদ্বোধনের প্রতীক্ষায় জয়ঁগা ফায়ার স্টেশন

ইতিমধ্যে প্রধানের শারীরিক অবস্থার কারণ দেখিয়ে নতুন করে প্রধান গঠন হয়। নতুন প্রধান হন রুবিয়া বেগম কয়াল। প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের ঢোলা অঞ্চল সভাপতি আবুল হোসেন কয়ালের স্ত্রী তিনি। প্রধানের আসন দখলকে ঘিরে কুল্পীর রাজনৈতিক মহলে দিনভর ছিল চাপানউতর। যদিও গোষ্ঠী কোন্দল ঠেকাতে এমন পরিকল্পনা বলে দাবি বিজেপির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here