বকেয়া টাকা নিয়ে বিবাদের জেরে মৃত্যু ব্যবসায়ীর

0
60

হরষিত সিং, মালদহঃ

বকেয়া টাকা নিয়ে বিবাদের জেরে এক ফল ব্যবসায়িকে খুন করার অভিযোগ উঠল অপর ব্যবসায়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির আকন্দবেড়িয়া পঞ্চায়েতের রামনগর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের লোকেরা অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ফল ব্যবসায়ী নাম, নরেন মন্ডল(৫০)। কালিয়াচক থানার গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির অন্তর্গত  আকন্দবেরিয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে বালুটোলা ময়দানে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। অভিযোগ এলাকার পাইকারি ফল বিক্রেতা সিন্টু মণ্ডলের মৃত ব্যবসায়ির কাছে বকেয়া ৮৬০ টাকা পেত। এরি জেরে এদিন অভিযুক্ত তাকে খুন করে বলে অভিযোগ।

নিজস্ব চিত্র

মৃতের ছেলে বিক্রম মন্ডল জানিয়েছেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে ফল বিক্রির জন্য মালদা শহরের রথ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তার বাবা। তিনি আরও জানিয়েছেন,তার বাবার কাছে ৮৬০ টাকা পেত পাইকারি ফল বিক্রেতা সিন্টু মণ্ডল।  বুধবার সন্ধ্যায় এই নিয়ে তাদের মধ্যে বচসাও হয়। তখনই তাকে প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্ত। অভিযোগ, এর পরে নরেন মন্ডল যখন বাড়ি ফিরছিল সেই সময় সিন্টু মন্ডল ও তার দলবল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তাকে।  পরিবারের লোকেরা জানতে পেরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কিছুক্ষন চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার। তার শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। সিন্টু মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।

আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিদেশি পর্যটকের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here