হরষিত সিংহ,মালদহঃ
নির্মীয়মান বাড়ির সানসেট ভেঙে মৃত এক শ্রমিকের, ঘটনায় গুরুতর জখম আরো দুই জন। শুক্রবার বিকালে মালদহ জেলার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা পঞ্চায়েতের আকন্দবাড়ী গ্রামে ঘটনাটি ঘটেছে। অহতরা বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতর নাম, ভুবন মন্ডল(৫০)। বাড়ি বাঙ্গিটোলা এলাকায়। সে পেশায় ছিল রাজমিস্ত্রি। আহতদের নাম, বাপি মন্ডল(২৫) ও কুমকেশ সরকার(৫১)।
![](https://newsfront.co/wp-content/uploads/2018/07/IMG-20180714-WA0022_1531590627018.jpg)
জানা গিয়েছে কুমকেশ সরকারের বাড়িতে গৃহ নির্মাণের কাজ চলচ্ছিল। সেই সময় তিনজন সানসেটের উপরে বসে কাজ করছিলেন। হঠাৎ ভেঙে পড়ে সেটি। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে গ্রামবাসীরা। সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তিনজনকে। সেখান চিকিৎসকেরা ভুবন মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাপি মন্ডল কে স্থানান্তর করা হয় কলকাতা। বর্তমানে কুমকেশ সরকারের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মোথাবাড়ি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584