পথ দুর্ঘটনায় মৃত্যু ছাত্রীর, উত্তেজিত জনতার জাতীয় সড়ক অবরোধ

0
186

সুদীপ পাল, বর্ধমানঃ

জাতীয় সড়ক ২ এর অন্তর্গত কাঁকসা বাইপাসের আন্ডারপাস পারাপার করতে গিয়ে মৃত্যু হল এক ছাত্রীর। আর তা নিয়ে জনতার রোষের মুখে পড়লেন পুলিশ আধিকারিকরা। এক দ্রুতগামী ডাম্পারের চাকায় পিষ্ট হয় ছাত্রী। কাঁকসার পণ্ডালির বাসিন্দা, কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর নাম অনন‍্যা রায় (১৫)। ক্ষুব্ধ স্থানীয় মানুষজন এই ঘটনায় জেরে জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশ সূত্রে জানা যায়, প্রদীপ রায়ের বড় মেয়ে অনন্যা রায় সাইকেলে করে পানাগরে টিউশন পড়তে যাচ্ছিল। পানাগড় বাইপাসের সোঁয়াই আন্ডারপাস পার করার সময় সার্ভিস রোডে দুর্গাপুরগামী একটি ডাম্পার ধাক্কা মারে অনন্যাকে। তখনই লুটিয়ে পড়ে অনন্যা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিজস্ব চিত্র

উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে বলে  অভিযোগ উঠছে।  বুদবুদ থানার এক পুলিশ কর্মীর মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও এলাকাবাসী অভিযোগ করেন, পানাগড় বাইপাশের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন থাকার কথা। পুলিশ সার্ভিস রোড ধরে আসা গাড়িগুলি কে নিয়ন্ত্রণ করে কিন্তু এক্ষেত্রে তা হয়নি। অন্যদিকে ডাম্পারটি দুর্ঘটনার পরই দ্রুতগতিতে সেখান থেকে চম্পট দেয়। এলাকাবাসী প্রশ্ন তুলছেন, এই জায়গাটি দুর্ঘটনা প্রবণ অথচ কেন পুলিশের ব্যবস্থা এখানে থাকেনা? অবরোধের জেরে জাতীয় সড়ক আটকে পড়ে বহু যাত্রীবাহী বাস থেকে লরি ছোট গাড়ি সবই। পুলিশ আশ্বাস দিয়েছেন এলাকাবাসীর দাবীগুলি খতিয়ে দেখা হবে। পুলিশি আশ্বাস এর পর  জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ বহরমপুর কোর্ট স্টেশন এখন মোবাইল চুরির আখড়া

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here