পিয়ালী দাস, বীরভূমঃ
লরির ধাক্কায় এক স্কুল শিক্ষিকার মৃত্যু কে ঘিরে উত্তপ্ত এলাকা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বীরভূমের সাঁইথিয়া থানার মাঠ পলশা এলাকায় ।উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে ভাঙচুর চালায় ।তাদের দাবি ময়ুরাক্ষী নদীতে বালি বোঝাই করতে আসে লরি ,সেই লরি বেপরোয়াভাবে রাস্তায় চলাচল করে ।তার ফলেই এদিন ওই শিক্ষিকার প্রাণ গেলো। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত স্কুল শিক্ষিকা হলেন রুমেলা ধীবর বয়স ৩৫ বছর তিনি মাজিগ্রাম উচ্চ বিদ্যালয় এর শিক্ষিকা ছিলেন বাড়ি মুর্শিদাবাদের আধিঁ। এদিন দুপুরে তিনি স্কুল থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন।। সাঁইথিয়া বহরমপুর রাজ্য সড়কে বালি বোঝাই একটি লরি তাকে পিষে দেয় ।ঘটনাস্থলেই ওই স্কুল শিক্ষিকার মৃত্যু হয়। এদিকে ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। ঘাতক গাড়িটিকে ভাঙচুর করে। স্থানীয় নদী ঘাট থেকে বালি তোলা বন্ধের দাবি জানাতে থাকে। ঘটনায় ঘন্টা কয়েক ওই রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাঁইথিয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584