তৃণমূল ছাত্রপরিষদের গোষ্ঠি দ্বন্দ্বে গুলিবিদ্ধ দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যু

0
74

মনিরুল হক, কোচবিহার:

শেষ পর্যন্ত মারা গেলেন মাজিদ আনসারি। আজ রাতে শিলিগুড়িরর একটি নার্সিংহোমে তার মৃতু হয়। তার মৃত্যুর খবর কোচবিহারে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে। ১৩ জুলাই কোচবিহার কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র মাজিদ আনসারি স্টেশন মোড় এলাকায় গুলিবিদ্ধ হন। সেদিনই তাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ অব্দি মৃত্যু হল তার। এদিকে ওই ঘটনায় অভিযুক্ত দের আজও গ্রেপ্তার করতে পারে নি পুলিশ। এদিন মৃত্যুর খবর পৌঁছানোর পর অনেকেই অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ উগরে দেন।

ছাত্র নেতা সায়নদ্বীপ গোস্বামী বলেন, আমরা শিলিগুড়িতে আছি। কাল মাজিদের মরদেহ নিয়ে কোচ বিহারে রওনা হব। ওর মৃতুকে কোন ভাবেই মেনে নিতে পারছি না।

চিকিৎসাধীন মাজিদ আনসারি।নিজস্ব চিত্র

প্রসঙ্গত,কোচবিহার কলেজে সংগঠনের পোস্টার লাগাতে যায় কোচবিহার পুরসভার কাউন্সিলার তথা তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভজিৎ কুণ্ডুর অনুগামী একদল প্রাক্তন ছাত্র। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের বর্তমানের নেতা অভিজিৎ দে ভৌমিকের অনুগামী কয়েকজন ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রদের বাধা দেয়। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। সেখানে শুভজিতের অনুগামীরা ওই ছাত্রছাত্রীদের হুমকি দেয় বলে অভিযোগ। পরে কলেজ শেষে বাড়ি ফেরার সময় বিবেকানন্দ স্ট্রিট এলাকায় গুলিবিদ্ধ হয় মাজিদ। তার পেটে একটি গুলি এসে লাগে। সঙ্গে সঙ্গে তাকে একটি নার্সিংহোমে পাঠানো হয়। সেখান থেকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোম স্থানান্তর করা হয়। আজ বারো দিনের মাথায় মাজিদের মৃত্যু হয় শিলিগুড়ির ওই বে সরকারী নার্সিংহোমে। তার মৃত্যুতে কোচবিহার জেলা শোকার্ত হয়ে পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here