হাতির হানায় ঘরের দেওয়াল ভেঙে মৃত্যু হল কিশোরের

0
77

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

হাতি হানায় ভাঙলো ঘড় । ইটের নিচে চাপা পড়ে মৃত্যু হল বারো বছরের একটি ছেলের । আহত তার মা ও বোন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগানে সাত নং লাইনে।ভোর রাতে। আরুতি মুণ্ডা ও তার ছেলে শিবনাথ মুণ্ডা (মৃত) ও কন‍্যা হিরামুণি মুণ্ডা । একটি দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করে এবং আরুতি মুণ্ডা ঘড়ের দেওয়াল ভেঙে দেয় এবং ভাঙা দেওয়াল আরুতি মুণ্ডা ও তার ছেলে মেয়ের উপর পড়ে তখন তারা ঘুমন্ত অবস্থায় । এবং এর ফলে শিবরাম মুণ্ডা ইঁটের নিচে চাপা পড়ে যায় তাকে টেনে বের করে আরুতি মুণ্ডা ।

নিজস্ব চিত্র

প্রতিবেশীরা তিন জনকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যায় সেখানে গেলে চিকিৎসক শিবনাথ মুণ্ডা (১২) কে মৃত বলে জানান । আর হিরামুণি মুণ্ডাকে প্রাথমিক চিকৎসা করে ছেড়ে দিলেও বর্তমানে আরুতি মুণ্ডা হাসপাতালে চিকিৎসাধীন । স্থানীয় বাসিন্দা বিকাশ শর্মা ক্ষোভের সঙ্গে জানান ” প্রতি রাতেই আমাদের এলাকায় হাতি হানা দেয় । অথচ কেউ এর প্রতিকারে এগিয়ে আসে না । বাগান কতৃপক্ষ এবং বন দপ্তর একে অন্যের উপর দোষ চাপিয়ে দায়িত্ব এড়িয়ে যান । আমরা কোন ক্ষতিপূরণও পাইনা । এটার বিহিত হওয়া দরকার ।” এই বিষয়ে মাদারিহাট বন দপ্তরের রেঞ্জার খগেশ্বর কাজি বলেন, সরকারি নিয়ম মেনে মৃতের পরিবারের হাতে ক্ষতি পূরণের টাকা তুলে দেওয়া হবে ।

আরও পড়ুনঃ শালবনীর গড়মালের জঙ্গলে হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here