প্রার্থী নিয়ে মানিয়ে নিতে অসুবিধা হলেও সব ঠিক হয়ে যাবে,মত দিলীপের

0
60

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Dilips opinion everything will be fine
নিজস্ব চিত্র

শুক্রবার সকাল থেকেই প্রচার শুরু করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে নাম ঘোষিত হওয়ার আগেই বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হাজির হয়ে গিয়েছিলেন বিধায়ক বাংলাতে। বৃহস্পতিবার রাত্রে প্রার্থী হিসেবে নাম ঘোষিত হওয়ার পর থেকেই দলীয় কর্মীদের নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন রাজ্য সভাপতি।

Dilips opinion everything will be fine
নিজস্ব চিত্র

শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ রেলওয়ে বাংলা থেকে বেরিয়ে প্রায় চার কিলোমিটার দূরে আইমা এলাকায় নিজের প্রচার কাজ শুরু করে দিলেন তিনি।রোজ সকালে যে মর্নিং ওয়াক করতেন এদিন প্রচারকার্য তারাই সেরে নিয়েছেন তিনি।

Dilips opinion everything will be fine
নিজস্ব চিত্র

আইমা এলাকার ৩১ নম্বর ওয়ার্ডে বিভিন্ন বস্তির বাসিন্দাদের বাড়িতে বাড়িতে ঘুরে কথা বলেন তাদের সঙ্গে।এরপর ওই এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে বসেই সকালের প্রাতরাশ ছাড়েন ইডলি সাম্বার দিয়ে।কিছুক্ষণ দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে সেখান থেকে রওয়ানা দেন অন্য এলাকায় প্রচার এর জন্য।তিনি বলেন-“সকালের মর্নিং ওয়ার্কটা দিয়েই প্রচার শুরু হলো।এরপর সারাদিন চলবে।”

আরও পড়ুনঃ যেখানেই প্রথম দাঁড়ায় সেখানেই জিতি,প্রার্থী দিলীপের প্রতিক্রিয়া

Dilips opinion everything will be fine
নিজস্ব চিত্র

রাজ্যের কোচবিহার সহ বিভিন্ন এলাকায় বিজেপির প্রার্থী পদ নিয়ে কোন্দল বিষয়ে তিনি বলেন,”বিরোধী দল থেকে সব এসেছে।সকলকে মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে কর্মীদের।বোঝানো হবে,সব ঠিক হয়ে যাবে।”শুক্রবার দুপুরের পর মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মেদিনীপুর সহ পাশাপাশি এলাকায় প্রচারে যাবেন দিলীপ ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here