সুপ্রিমকোর্টে সাংবিধানিক বেঞ্চে শুনানি শুরু ভিডিও কন্ফারেন্সিং-এ

0
52

সঞ্চারী সাহা, ওয়েব ডেস্কঃ

মঙ্গলবার প্রথম ভিডিও কন্ফারেন্সিং-এর মাধ্যমে সুপ্রিম কোর্টে সাংবিধানিক বেঞ্চে শুনানির আয়োজন করা হল৷ এই প্রথম বেঞ্চে পাঁচ বিচারপতি আদালতের একটি ফাঁকা হলে বসে সংবিধান সংক্রান্ত মামলা শুনলেন৷ প্রসঙ্গত উল্লেখ্য, গত মার্চ মাস থেকে করোনা সংক্রমণের জেরে লকডাউনের কারণে বন্ধ রয়েছে সশরীরে শুনানি৷

Supreme court | newsfront.co
ফাইল চিত্র

গতকাল বিচারপতি অরুণ মিশ্র, ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, বিনীত শরন, এম আর শাহ ও অনিরুদ্ধ বসু মাস্ক পরে এবং নিজেদের মধ্যে দু’ ফুট দূরত্ব বজায় রেখে বেঞ্চে বসেন ৷ তাঁদের সামনে পেশ হওয়া প্রথম মামলাটি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে স্নাতোকোত্তর মেডিক্যাল ডিগ্রি কোর্সে সংরক্ষণের অধিকার সংক্রান্ত৷ মামলা টি দায়ের করা হয়েছিল তামিলনাড়ু মেডিক্যাল অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে৷

আরও পড়ুনঃ বিধায়ক হত্যায় ধৃত নিলয়কে আদালতে পেশ সিআইডি- র

শুনানির প্রারম্ভে সিনিয়র এ্যাডভোকেট অরবিন্দ দাতার তাঁর সওয়াল সংক্রান্ত বিপুল নথিপত্র গুগল ড্রাইভের মাধ্যমে সব আইনজীবীর কাছে পাঠান৷ এর মধ্যে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার আইনজীবী বিকাশ সিংহ অভিযোগ করেন, তিনি গুগল ড্রাইভ খুলতে পারছেন না৷ এই নিয়ে তিনি দাতারের কাছে অভিযোগও করেন৷ সমস্যার সমাধানে দাতারকে মামলার আইনি উদ্ধৃতি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বেঞ্চ৷ এরপর শুনানি শুরু হলে দাতারের কন্ঠস্বর শুনতে পায়না আদালত৷ এইসময় বিচারপতি শাহ দাতারকে মাইকের সঙ্গে সামাজিক দূরত্ব স্থাপন না করার জন্য রসিকতার ছলে অনুরোধ করেন৷

আরও পড়ুনঃ করোনা যুদ্ধে মৃত কোভিড যোদ্ধাদের পরিবারকে ক্ষতিপূরণ-সহ চাকরি দেবে রাজ্য

সেই মন্তব্য শুনতে ভুল করায় মাইকের জায়গায় ওয়াইফ শোনেন দাতার তাই নিয়েও হাসাহাসি হয় বেঞ্চে৷ শেষ পর্যন্ত বাদী বিবাদী দুই পক্ষের লিখিত বিবৃতির ভিত্তিতে আগামী ২০ শে জুলাই মামলার রায় ঘোষণার দিন নির্দিষ্ট করে সুপ্রিম কোর্ট ৷ কিন্তু অনেক সময় অপচয় হওয়ায় অন্য মামলার শুনানির জন্য সময় পাওয়া যায়নি৷

মঙ্গলবার ই-ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শুনানিতে অংশ গ্রহণ করেন সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি ফালি এস নরিম্যান৷ তিন সদস্যের বেঞ্চে ওই দিন তিনি উপস্থিত হলে প্রধান বিচারপতি আনন্দিত হয়ে বলেই ফেলেন অনেকদিন বাদে তাঁকে দেখে খুবই উদ্বেলিত৷ বিশেষ ভাবে উল্লেখ্য, লকডাউনের মধ্যবর্তী সময়ে মামলাগুলির শুনানির প্রক্রিয়া ভিডিও কন্ফারেন্সিং এর মাধ্যমে চালু রাখার জন্য VIDYO অ্যাপ ব্যবহার করা হচ্ছে সুপ্রিম কোর্টে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here